বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি বিশ্বকাপে (2023 ODI World Cup) ভারতীয় দল (Indian Cricket Team) আজ ইংল্যান্ডের বিরুদ্ধে (India vs England) মাঠে নেমেছিল। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন দল আজ ১০০ রানের ব্যবধানে অসাধারণ জয় পায়। আর এই জয়ের পেছনে বল হাতে সবচেয়ে বড় নায়ক মহম্মদ শামি (Md Shami)। বিধ্বংসী বোলিং করে ইংল্যান্ড কিছু বুঝে ওঠার আগেই তাদের কোমর ভেঙে দেন ভারতের এই তারকা ফাস্ট বোলার।
আজ রান তাড়া করতে নামার পর পঞ্চম ওভারের শেষ দুই বলে পরপর দুই ইংল্যান্ড ব্যাটারকে ড্রেসিংরুমে ফিরিয়ে দেন বুমরা (৩/৩২)। এরপরেই সিরাজের পরিবর্তে শামিকে (৪/২২) আক্রমণে আনেন রোহিত। তিনিও বেন স্টোকস ও জনি বেয়ারস্টোর মতো দুই তারকাকে হারিয়ে ভারতকে পুরোপুরি ম্যাচে ফেরত এনে ফেলেন। নিয়মিত উইকেট তোলার পাশাপাশি তারা কৃপণ বোলিংও করেছেন।
তার আগে ভারতের ইনিংসকে টানছিলেন রোহিত শর্মা। আজ নিজের এক শততম ম্যাচে ব্যাট হাতে ৮৭ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রোহিত। লোকেশ রাহুল (৩৯) এবং সূর্যকুমার যাদবও (৪৯) ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মাত্র ২৩০ রানের লক্ষ্য ইংল্যান্ডের সামনে রাখতে পেরেছিল ভারত।
কিন্তু বুমরা আর শামি সেই লক্ষ্যটাকেই যেন পর্বতপ্রমাণ বানিয়ে দিয়েছেন। বুমরা চলতি বিশ্বকাপে ভারতের ফাস্ট বোলিংকে যেন একার হাতে টানছিলেন। আজকের ম্যাচ শুরু হতেই নিজের ১২, ১৩ ও ১৪ তম শিকার তুলে নিয়েই তিনি ফের একবার সর্বোচ্চ উইকেটশিকারীদের দৌড়ে ঢুকে পড়লেন।
আরও পড়ুন: সচিনের শতরানের রেকর্ড ছুঁতে পারলেন না, কিন্তু শূন্যের দিক দিয়ে ক্রিকেট ঈশ্বরকে ধরে ফেললেন কোহলি
মহম্মদ শামিকে রোহিত শর্মা প্রাথমিকভাবে সুযোগ দিচ্ছিলেন না। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে মাঠে নেমেই ৫ উইকেট নিয়ে তিনি নিজের যোগ্যতার প্রমাণ দেন। আর আজ শুরুতে দুই উইকেট নিয়ে তিনি ইংল্যান্ডকে শুরু থেকেই ম্যাচ থেকে ছিটকে দেন। নিজের দ্বিতীয় ছেলে ফিরে তিনি আরও দুটি উইকেট নেন। ২ ম্যাচে এখনও পর্যন্ত ৯ উইকেট নেওয়া হয়ে গেছে তারা। বিশ্বকাপের ইতিহাসে মিচেল স্টার্কের সাথে যুগ্মভাবে সবচেয়ে বেশিবার (৬) এক ম্যাচে চার উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি আজ। যদিও স্টার্ক বিশ্বকাপে মোট ২৪ টি ইনিংসে বল করেছেন। আর শামি হাত ঘুড়িয়েছেন মাত্র ১৩ টি ম্যাচে। তৃতীয় ভারতীয় ক্রিকেটের হিসাবে আজ বিশ্বকাপে ৪০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন তিনি।
আরও পড়ুন: বিশ্বরেকর্ড গড়া এই ক্রিকেটারের সাথে বড় অন্যায় করলেন রোহিত! ছিনিয়ে নিলেন এই বড় সম্মান
তাদেরকে যোগ্য সঙ্গ দেন কুলদীপ যাদব। তিনি ড্রেসিংরুমে ফেরত পাঠান ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার ও লিয়াম লিভিংস্টোনকে। একটি উইকেট পেয়েছিলেন রবীন্দ্র জাদেজাও। ভারতীয় বোলিংয়ের সামনে অসহায় ভাবে আত্মসমর্পণ করে ইংল্যান্ড। ১০০ রানের ব্যবধানে ম্যাচ জিতে নেয় রোহিত শর্মার ভারত।