ভরসা শুধুই টিউশনি, এদিকে আয় কোটি কোটি! ‘অপরাধ’ কী, বোঝেনই না জ্যোতিপ্রিয়র কন্যা

বাংলাহান্ট ডেস্ক : রেশন বন্টন দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে ইডি গ্রেপ্তার করেছে রাজ্যের বর্তমান বনমন্ত্রী ও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে।  জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে। তবে জ্যোতিপ্রিয় মল্লিকের পাশাপাশি একাধিক অভিযোগে বিদ্ধ তাঁর কন্যা প্রিয়দর্শিনী মল্লিকও।

গতকাল সিজিও কমপ্লেক্স থেকে বেড়ানোর সময় সাংবাদিকদের প্রশ্নে তিনি মেজাজ হারান। এবার আজ উচ্চশিক্ষা দপ্তরে নিজের অফিসে বসে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন তিনি। একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, “সম্পূর্ণভাবে প্রস্তুত তদন্তের মুখোমুখি হতে। এখনো পর্যন্ত অপরাধী বলে মনে করছি না নিজেকে।”

জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী কন্যা বলেছেন, “তিন দিন আগে পরিস্থিতি যা ছিল তার থেকে বর্তমানে ভালো আছেন তিনি। এখন অবস্থা স্থিতিশীল। বাবার সাথে দেখা করার পরই অফিসে এসেছি। দ্রুত সুস্থ হয়ে উঠবেন আশা করছি।” বাবাকে নিয়েও মুখ খুলেছেন প্রিয়দর্শিনী।

আরোও পড়ুন : হু হু করে বাড়বে রিচার্জের খরচ, পকেটে পড়বে টান! Jio প্রেসিডেন্টের কথায় চিন্তায় গ্রাহকরা

যে সময় জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি, সেই সময় মন্ত্রী দাবি করেছিলেন যে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এই বিষয়ে নিজের মন্তব্য রাখতে গিয়ে প্রিয়দর্শনী বলেছেন, “ওনার বক্তব্য উনি বলেছেন। সরাসরি রাজনীতির সাথে আমি যুক্ত নই। হোক না তদন্ত, দেখা যাক। আসলে আগে ইডি গ্রেফতার করে, তারপর শুরু হয় তদন্ত।”

balu, ed

ইডি দাবি করছে রেশন দুর্নীতির কালো টাকা ঢুকেছে প্রিয়দর্শিনী মল্লিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও। এই বিষয়ে মন্ত্রী কন্যার বক্তব্য, “আমাকে ডাকলেই আমি যাব। উচ্চশিক্ষা দপ্তরে কাজ করি স্বেচ্ছায়, ব্যক্তিগত জীবনের প্রভাব কেন পড়বে লাখ লাখ ছেলেমেয়েদের উপর। রোজই এখানে পাবেন আমাকে।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর