বাংলা হান্ট ডেস্কঃ সরকারি শিক্ষকদের (Government Teacher) জন্য বিরাট পদক্ষেপ নিল সরকার (State Government)। এবার থেকে তাদের বাড়ি (House) দেওয়ার ব্যবস্থা করা হবে। সরকারির শিক্ষকেরা যেই স্কুলে কর্মরত সেই স্কুলের পাশেই তাদের থাকার জায়গার ব্যবস্থা করে দেবে সরকার।
জানা যাচ্ছে রাজ্যের মোট পাঁচ লাখ শিক্ষক এই সুবিধা পেতে চলেছেন। জানিয়ে রাখি, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সরকার (Bihar Government) তরফে এই ঘোষণা করা হয়েছে। শিক্ষকদের নিত্যদিন যাতায়াতের সমস্যা থেকে রেহাই দিতে এবার থেকে সরকারির শিক্ষকদের স্কুলের পাশেই থাকার জায়গা দেবে সরকার।
ওদিকে বাড়ির ব্যবস্থা করে দিলেও সরকারি শিক্ষকদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেনি বিহার সরকার। পূর্বে এপ্রিল মাসে চার শতাংশ ডিএ বৃদ্ধি করে সেই রাজ্যের সরকার। আগে ৩৮ শতাংশ থেকে বাড়িয়ে এপ্রিলে করা হয় ৪২ শতাংশ। অর্থাৎ সেই সময় কেন্দ্রীয় কর্মীদের সাথে সমহারেই ডিএ পাচ্ছিলেন শিক্ষিকেরা।
আরও পড়ুন: হঠাৎ ভোলবদল! শীতের অগমনীর মাঝেই ফের বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের এই ৫ টি জেলা: আবহাওয়ার খবর
তবে সম্প্রতি চলতি মাসেই আরও ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। আগে ৪২ শতাংশ পেলেও বর্তমানে ৪ শতাংশ ডিএ বেড়ে তা করা হয়েছে ৪৬ শতাংশ। কেন্দ্র সরকার ডিএ বাড়ানোর পর বহু রাজ্যই নিজেদের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতাও বৃদ্ধি করেছে। তবে নীতীশ কুমারের সরকার এখনও ডিএ বৃদ্ধির কথাঘোষণা করেনি।
সম্প্রতি উৎসবের মরসুমে কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধি করলেও বিহার সরকার এখনও সেই রাজ্যে ডিএ বাড়ায়নি। যা নিয়ে কর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে। ওদিকে শিক্ষকদের জন্য এপ্রিল মাসে নয়া পে স্কেলের ঘোষণা করে বিহার সরকার। যা নিয়েও তাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল।