বাংলা হান্ট ডেস্কঃ রেশন দুর্নীতি কাণ্ডে (Ration Scam) তোলপাড় রাজ্য। সম্প্রতি এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) ওরফে বালু (Enforcement Directorates)। জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পর থেকেই ইডির স্ক্যানারে তার পরিবারের সদস্যরা।
ইতিমধ্যেই জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক (Priyadarshini Mallick) ও মন্ত্রীর দাদাকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। গত শুক্রবার আদালতে পেশ করা মামলাপত্রে তদন্তকারী সংস্থার দাবি, নোটবন্দির মাসে প্রিয়দর্শিনী মল্লিকের অ্যাকাউন্টে ৩ কোটি ৭৯ লক্ষ টাকা নগদে জমা পড়েছে।
মন্ত্রীমশাইয়ের স্ত্রী ও তার মেয়ে প্রিয়দর্শিনী একাধিক ভুয়ো কোম্পানির ডিরেক্টর ছিলেন বলেও আদালতে দাবি করেছে ইডি। টানা তল্লাশিতে উঠে এসেছে একাধিক বিস্ফোরক তথ্য। পেশায় কলেজের সহকারী অধ্যাপক প্রিয়দর্শিনী রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদেও রয়েছেন।
আরও পড়ুন: উৎসবের মরসুমে লটারি! DA না বাড়ালেও সরকারি শিক্ষকদের বাড়ি দেবে সরকার, বিরাট ঘোষণা
ইডির দাবি প্রিয়দর্শিনী মল্লিক বলেন, তিনি তদন্তের মুখোমুখি হতে তিনি প্রস্তুত। নিজেকে কোনওভাবেই তিনি অপরাধী মনে করছেন না। এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, ”গোটা বিষয়টাই তদন্ত সাপেক্ষ। ইডি আগে গ্রেফতার করে, তারপর তদন্ত করে। সেই কারণে এখনই কিছু বলার সময় আসেনি।”
রবিবার নথিপত্র সাথে নিতে সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন প্রিয়দর্শিনী। এই বিষয়ে তিনি বলেন, জ্যোতিপ্রিয় মল্লিকের মেডিক্যাল রিপোর্ট জমা দিতেই ইডি দফতরে গিয়েছিলেন তিনি। পাশাপাশি মন্ত্রী কন্যা বলেন, ইডি তাকে এখনও ডাকেনি। ডাকলে অবশ্যই সহযোগিতা করবেন। অন্যদিকে ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতি মামলায় মামলায় জ্যোতিপ্রিয়র মেয়ে প্রিয়দর্শিনী ও স্ত্রী মনিদীপা মল্লিককেও যুক্ত করা হতে পারে।