‘আমার ভুল চিকিৎসা হয়েছে’, SSKM হাসপাতালের বিরুদ্ধে বিস্ফোরক খোদ মমতা

বাংলা হান্ট ডেস্ক: এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) খোদ মুখ্যমন্ত্রীর ভুল চিকিৎসা! বুধবার এমনটাই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্ন (Nabanna) থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী (WB CM) নিজেই জানালেন, তাঁর ভুল চিকিৎসা হয়েছিল।

পায়ে চোটের কারণে দীর্ঘদিন বাড়িতেই ছিলেন মুখ্যমন্ত্রী। নবান্নে আসেননি‌। কালীঘাটের (Kalighat) বাসভবন থেকেই সমস্ত কাজ করেছেন, ফাইলে সই করেছেন মুখ্যমন্ত্রী। শারীরিক অসুস্থতা কাটিয়ে মঙ্গলবার থেকে ফের নবান্নে আসছেন তিনি। সেই নিয়েই বুধবার সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘আমার ইনফেকশনটা (Infection) সেপটিক টাইপের হয়ে গিয়েছিল ভুল চিকিৎসার জন্য (Wrong Treatment)। ফলে হাতে স্যালাইনের চ্যানেলের মতো করে চ্যানেল লাগানো হয়েছিল। সাতদিন চ্যানেল করা হয়েছিল। সেই অবস্থায় বিছানা থেকে উঠতে পারিনি।’

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর আগে থেকেই পায়ের চোট ছিল। সম্প্রতি স্পেন (Spain) সফরে গিয়েছিলেন তিনি। সেখানে ফের পায়ে চোট পান মুখ্যমন্ত্রী (Chief Minister)। স্পেন থেকে ফিরে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন তিনি। চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলেও, মুখ্যমন্ত্রী চেয়েছিলেন বাড়িতে থেকেই চিকিৎসা করাতে। মাঝেমধ্যেই এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন চিকিৎসার জন্য। অপারেশনও হয় তাঁর। কিন্তু তার মধ্যেই এই অভিযোগ করলেন খোদ স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী।

Chief Minister Mamata Banerjee visited the district with a leg injury

উল্লেখ্য, এসএসকেএম হাসপাতাল রাজ্যের একটি স্তম্ভ। সেই হাসপাতালেই যদি খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর ভুল চিকিৎসা হয়, তাহলে সাধারণ মানুষের কী হবে সেই নিয়ে প্রশ্ন উঠছে। এই নিয়ে কটাক্ষ করেছে বিজেপিও। বিজেপি (BJP) মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘এসএসকেএম হাসপাতালের মতো সুপার স্পেশালিটি হাসপাতালে যদি এমন হয় খোদ মুখ্যমন্ত্রী, যিনি আবার স্বাস্থ্যমন্ত্রী তাঁর সঙ্গে, তাহলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কোন পর্যায়ে রয়েছে তা গোটাটাই পরিষ্কার হয়ে যায়।’

Monojit

সম্পর্কিত খবর