বাংলা হান্ট ডেস্ক: শীতের আগমন! সমস্ত বাধা কাটিয়ে হানা দেবে ঠান্ডা? রাজ্যের আবহাওয়া নিয়ে বড় আপডেট। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর শীঘ্রই কমবে তাপমাত্রা। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কবে কোথায় বর্ষণ? জানুন বিস্তারে।
হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী দুদিন দক্ষিণবঙ্গে প্রধানত আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকলেও আজ বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ৩ নভেম্বর থেকে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। আবহাওয়া দফতর (Weather Office) সূত্রে খবর, আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহের শেষে দক্ষিণের জেলাগুলিতেও হানা দিতে পারে বৃষ্টি।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে। আগামী ৪ তারিখ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দুই চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিসের পূর্বাভাস, ২ ও ৩ নভেম্বর, বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: লক্ষী ছেলের মত খাওয়া-দাওয়া নিয়ে কোনও সমস্যা নেই বালুর! ED দফতরে কী কী খেলেন মন্ত্রী?
তবে উত্তরবঙ্গের (North Bengal) বাকি সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহে ঝড়-বৃষ্টি চলবে রাজ্যের একাধিক জেলায়। হাওয়া অফিস সূত্রে খবর, আজ ও আগামীকাল বৃষ্টি না হলেও শুক্রবার দক্ষিণের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবার বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। তবে আগামী কয়েকদিন রাজ্যে আবহাওয়া শুষ্কই থাকবে। এই কয়েকদিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে না।