ব্ল্যাকারদের কাছ থেকে উদ্ধার একাধিক টিকিট! কলকাতা পুলিশ কি করবে ওই টিকিটগুলি নিয়ে?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এতদিনে সকলেই বুঝে গিয়েছেন যে আগামী রবিবার কলকাতার (Kolkata) ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) ম্যাচটি হতে চলেছে এই বিশ্বকাপে (2023 ODI World Cup) লিগ পর্বের শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে কে থাকতে চলেছে সেই বিষয় নির্ধারণকারী ম্যাচ। ফলে খুব স্বাভাবিকভাবেই এই ম্যাচ নিয়ে উত্তেজনার পারদও চড়েছে অনেক বেশি। কিন্তু এর মধ্যে দেখা গিয়েছে টিকিটের (Ticket) কালোবাজারির সমস্যা।

ব্ল‍্যাকারদের দাপটে বেশ কিছু সাধারন মানুষ টিকিট জোগাড় করতে পারেননি। ৯০০ বা ১,৫০০ টাকার টিকিট বিক্রি হচ্ছে প্রায় ১০ গুন বেশি দামে। সাধারণ মানুষের পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে ওই দাম দেওয়া আগে থেকেই যাবতীয় টিকিট নিজেদের কাছে জোগাড় করে রাখা ব্ল‍্যাকারদের দাপটে অনেকেই অসহায়।

ইতিমধ্যেই বেশ কিছু ব্ল্যাকার ধরা পড়েছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার তৎপরতায়। এই নিয়ে সিএবি সভাপতি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়কেও ময়দান থানায় হাজিরা দিতে জানিয়েছিল কলকাতা পুলিশ। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে পড়ছে।

এখন প্রশ্ন হচ্ছে ব্ল্যাকারদের কাছ থেকে যে প্রায় ১০০টি টিকিট উদ্ধার করেছে পুলিশ, সেগুলির কি হবে? জানা গিয়েছে যে ওই টিকিটগুলি হাতছাড়া করবেন না পুলিশরা। কোর্টে কেস উঠলে ওই অপরাধীদের বিরুদ্ধে ওই টিকিটগুলো হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ।

আরও পড়ুন: সেমিফাইনালে উঠতে পারিনি, কিন্তু ভারতের চেয়ে আমাদের স্পিনাররা এগিয়ে! হুঙ্কার বাংলাদেশ ভক্তদের

ফলে বিসিসিআই বা আইসিসিকে ওই টিকিটগুলো ফিরিয়ে দিচ্ছে না কলকাতা পুলিশ। যতগুলো টিকিট বাজেয়াপ্ত হয়েছে ততগুলি সিট কাল ইডেন গার্ডেন্সে খালি থাকবে। এই কথা শুনে অনেক ক্রিকেট ভক্তই এখন হতাশ। এভাবে টিকিট নষ্ট হওয়ার ঘটনা মেনে নিতে পারছেন না অনেকেই।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর