‘১৯৬৮ থেকে ট্যাক্স দিই’, কুণালকে ‘সারদার চোর’ বলে আক্রমণ! সপাটে জবাব শিশিরের

বাংলা হান্ট ডেস্ক: শিশির অধিকারীর (Sisir Adhikari) সম্পত্তি এক বছরেই ১০ কোটি টাকার বৃদ্ধি হয়েছে, সাংবাদিক বৈঠক করে এমনটাই মন্তব্য করেছিলেন তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। হাতিয়ার করেছে নির্বাচন কমিশন এবং ভারত সরকারকে দেওয়া শিশিরবাবুর তথ্য।

আর ২৪ ঘণ্টার মধ্যেই এবার পাল্টা মুখ খুললেন কাঁথির (Kanthi) সাংসদ। শিশির বলেন, ‘১৯৬৮ সালের ১ নভেম্বরে কেনা আমার সম্পত্তি, সেগুলি যাবে কোথায়? আমি তার জন্য কর দিই। সারদার চোর। সাড়ে ১৬ লক্ষ টাকার রিপোর্টার (Reporter)। এই লোকটা কাজ না পেয়ে এসব কথা বলছে। কাস্টডিতে ছিল। জামিন পেয়ে এখন বক্তৃতা করছে। ১৯৬৮ সাল থেকে আমি কর দিই। সারদার (Sarada) চোর। এরা এখন আমাদের মতো লোকদের বিরুদ্ধে বলবে না তো কোথায় যাবে। আমাদের আক্রমণ করা ওর স্বভাব। ও তো আর ইনকাম ট্যাক্স (Income Tax) অফিসার নন।’

শিশির অধিকারীর বক্তব্য নিয়ে ফের মুখ খুলেছেন কুণাল। তিনি বলেন, ‘শিশির অধিকারী যা বলেছেন, সে তো পালিয়ে যাওয়া। আমি ভালো না খারাপ এটা অন্য বিতর্ক। কিন্তু যে প্রসঙ্গটা ওঁর সম্পত্তির অসংগতি নিয়ে উঠেছে, তার উত্তর দেওয়ার মুখ কি ওঁর নেই? আর আমাকে জেলে থাকার কথা বলছেন, আপনি আপনার ছেলেরা যে অমিত শাহের (Amit Shah) মঞ্চে গিয়ে পায়ে ধরে তাদের জুতো পালিশ করছিলেন দাদা, সেই অমিত শাহ খুনের মামলায় জেলে ছিল, সেটা কি জেল না তাজমহল?’

TMC MP Sisir Adhikari will attend Modi's meeting

উল্লেখ্য, শনিবার শিশির অধিকারীর সম্পত্তির তথ্য নিয়ে সাংবাদিক বৈঠক করে আক্রমণ করেন কুণাল ঘোষ। এক বছরে ১০ কোটি টাকার সম্পত্তি কীভাবে বৃদ্ধি পেল তা নিয়ে প্রশ্ন তোলেন কুণাল। এরপরই এই নিয়ে শুরু হয়েছে কাদা-ছোড়াছুড়ি।

Monojit

সম্পর্কিত খবর