নভেম্বরে অতিরিক্ত ৪ দিন ছুটি ঘোষণা! কোন কোন দিন বন্ধ থাকবে অফিস-কাছারি? দেখুন তালিকা

বাংলা হান্ট ডেস্কঃ পুজোর মাসে একাধিক ছুটি (Holiday) পেয়েছেন রাজ্য সরকারি কর্মীরা (West Bengal State Government Employees)। দুর্গাপূজার সময় সেই চতুর্থী থেকে ছিল টানা ছুটি। দুর্গাপূজা এবং লক্ষী পূজার ছুটির তো শেষ, তবে এবার সামনে আরও লম্বা ছুটি।

চলতি নভেম্বর মাসেও মোট ১৪ দিন ছুটি থাকবে সরকারি অফিস। যার মধ্যে থাকছে অতিরিক্ত চার দিনের ছুটি। নভেম্বর মাসে কতদিন ছুটি মিলছে? জানুন বিস্তারে। আগামী ১২ নভেম্বর রবিবার কালীপুজো। রবিবার তো এমনিতেই ছুটি। তবে কালীপুজো রবিবার পড়ায় তারপর দুদিন ১৩ ও ১৪ নভেম্বর (সোম ও মঙ্গলবার) নবান্ন (Nabanna) অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে।

উল্লেখ্য পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ছুটির তালিকা নির্ধারিত হয়। ওদিকে ১৫ নভেম্বর এবার ভাইফোঁটার ছুটি। তবে ১৫ নভেম্বর ওই একই দিনে বিরসা মুন্ডার জন্মদিনের ছুটি রয়েছে। এই কারণে ১৬ নভেম্বর বৃহস্পতিবার ভাইফোঁটার অতিরিক্ত ছুটি দিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ টানা চার দিন ছুটি। যা শুনেই খুশিতে আত্মহারা সরকারি কর্মচারীরা।

আরও পড়ুন: TET-র ৬ নম্বর মামলায় নয়া মোড়! হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট

শুধু তাই নয়, এ বার আবার ছটপুজোও পড়েছে রবিবার ১৯ নভেম্বর। তবে এই বেলাতেও দুঃখ নেই। ছট রবিবার পড়ায় ২০ নভেম্বর, সোমবার অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে রাজ্য।

nabanna

ওদিকে ২৭ নভেম্বর সোমবার গুরু নানকের জন্মদিন। অর্থাৎ ছট ও নানকের জন্মদিনের সময়ও পরপর টানা তিনদিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা। অর্থাৎ অতিরিক্ত ছুটি হিসেবে ১৩, ১৪, ১৬ এবং ২০ নভেম্বর এই দিন সরকারি অফিস গুলি বন্ধ থাকবে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর