বাংলা হান্ট ডেস্ক: রেশন দুর্নীতির (Ration Scam) তদন্তে নেমে এবার ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের অফিস থেকে উদ্ধার এক কোটি টাকা। এবং অন্যান্য জায়গায় তল্লাশি চালিয়ে আরও ৪০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে খবর।
শনিবার থেকে রবিবার পর্যন্ত প্রায় ২৭ ঘণ্টারও বেশি সময় ধরে একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি। নদিয়া (Nadia), বনগাঁর (Bongaon) পাশাপাশি কলকাতারও (Kolkata) একটি অফিসে ও উলুবেড়িয়ার (Uluberia) একটি মিলে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সেই সমস্ত জায়গা থেকে প্রায় অনেক নথি ও এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে।
রেশন দুর্নীতি মামলায় অঙ্কিত চান্ডক এবং হিতেশের বাড়িতে তল্লাশি চালায়। এদের মতো একাধিক ব্যবসায়ী এই দুর্নীতিতে জড়িত বলে খবর। আর সেই অঙ্কিত-সূত্র ধরেই বিহারের পশু খাদ্য কেলেঙ্কারির যোগ উঠে এসেছে। এই পরিবারেরই সদস্য দীপেশ চান্দক ২০০৪ সালে বিহারের পশু খাদ্য কেলেঙ্কারির মামলায় গ্রেফতার হয়েছিলেন। এই মামলায় রাজসাক্ষী হয়েছিলেন দীপেশ। ২০১৮ সালে ফের সিবিআই-এর হাতে গ্রেফতার হন তিনি।
এদিকে জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick) ফের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতেই থাকবেন রাজ্যের মন্ত্রী। রেশন দুর্নীতির একেবারে আঁতুড় ঘরে পৌঁছতে চাইছে কেন্দ্রীয় সংস্থা। ইতিমধ্যেই দুর্নীতির বেশ কিছু পয়েন্ট খুঁজে পেয়েছেন তদন্তকারীরা। সেই কারণেই গতকাল হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হয় ইডির আইনজীবীর তরফে। সেই আবেদনে মান্যতা দেন বিচারক।