চরম বিপদে মহুয়া মৈত্র! এবার সিবিআই তদন্তের নির্দেশ

বাংলা হান্ট ডেস্ক: টাকা নিয়ে লোকসভায় প্রশ্ন করা কাণ্ডে আরও বিপাকে মহুয়া মৈত্র (Mahua Moitra)। তৃণমূল সাংসদের (TMC) বিরুদ্ধে সিবিআই (CBI) তদন্তের নির্দেশ জাতীয় লোকপালের। বুধবার এক্স হ্যান্ডেলে এমনটাই দাবি করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে (Nishikant Deubey)।

নিশিকান্তের এই পোস্টের পরেই মুখ খুলেছেন মহুয়া। তৃণমূল সাংসদ এক্স হ্যান্ডেলে দুটি প্রশ্ন করে লেখেন, ‘আদানিদের ১৩ হাজার কোটি টাকার কয়লা কেলেঙ্কারি নিয়ে এফআইআর (FIR) ফাইল করছে না কেন সিবিআই?’ একই সঙ্গে তিনি লেখেন, ‘জাতীয় সুরক্ষা? আদানি এন্টারপ্রাইজের (Adani Enterprises) আসল মালিক কে? বিদেশি বিনিয়োগকারী, যার মধ্যে চীন (China) এবং আরব আমিরশাহির নাগরিক রয়েছেন, তাঁরা দেশের সব বন্দর কিনে নিচ্ছেন আর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক ছাড়পত্র দিচ্ছে! জাতীয় সুরক্ষার এই বিষয়টা আগে দেখা হোক। তারপর আমার কত জোড়া জুতো তা গোনার জন্য সিবিআইকে স্বাগত জানাচ্ছি।’

 

উল্লেখ্য, দুবাইয়ের শিল্পপতি দর্শন হীরানন্দানির কাছ থেকে টাকা নিয়ে সংসদে প্রশ্ন করেছেন মহুয়া, এমনটাই অভিযোগ। প্রশ্ন করে নিশানা করেছেন শিল্পপতি গৌতম আদানিকে। এই অভিযোগ জানিয়ে লোকসভার স্পিকারকে (Om Birla) চিঠি দিয়ে মহুয়াকে সাংসদ পদ থেকে বরখাস্ত করার দাবি তোলেন নিশিকান্ত দুবে। তার আগে মহুয়ার প্রাক্তন প্রেমিক জয় অনন্ত দেহাদ্রাই (Anant Dehadrai) নানা অভিযোগ তোলেন।

এরপরই লোকসভার এথিক্স কমিটি (Ethics Committee) তাঁকে তলব করে। কিন্তু সেই বৈঠক ছেড়ে মাঝপথেই বেরিয়ে যান মহুয়া। তাঁকে মৌখিকভাবে ‘বস্ত্রহরণ’ করা হয়েছে বলে লোকসভার স্পিকারকে চিঠি দিয়ে জানান তৃণমূল সাংসদ। এদিকে বৃহস্পতিবার এথিক্স কমিটির বৈঠক আছে। কিন্তু তার আগেই এবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দিল লোকপাল। সংবাদমাধ্যমকে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া এই নিয়ে বলেন, ‘সিবিআই আগে আদানিদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে তদন্ত করুক। পরে যদি আমার জুতোর সংখ্যা গুনতে চায়, স্বাগত।’

Monojit

সম্পর্কিত খবর