মেট্রো যাত্রীদের জন্য সুখবর! বাড়ল পরিষেবার সময়, কতক্ষণ চলবে ট্রেন?

বাংলা হান্ট ডেস্ক: উৎসবের মরসুমে সুখবর। রবিবার আরও বেশি সময় ধরে চলবে মেট্রো (Kolkata Metro)। আগামী রবিবার কালীপুজো (Kali Puja) উপলক্ষে স্পেশাল মেট্রো চলবে। দক্ষিণেশ্বর (Dakshineswar)এবং কালীঘাটে (Kalighat) পুণ্যার্থীদের ভিড়ের কথা মাথায় রেখে বিশেষ দুটি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো (Metro)কর্তৃপক্ষ।

রবিবার অর্থাৎ কালীপুজোর দিন আপ ও ডাউন লাইনে ৬৬টি করে মোট ১৩২টি মেট্রো চলবে। সকালে নির্দিষ্ট সময়েই শুরু হবে পরিষেবা। রবিবার এমনিতেই দেরি করে মেট্রো পরিষেবা চালু হয়। দমদম-দক্ষিণেশ্বর, কবি সুভাষ-দক্ষিণেশ্বর, দমদম-কবি সুভাষ (Kavi Subhas), দক্ষিণেশ্বর-কবি সুভাষ পর্যন্ত এদিন প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়।

স্পেশাল যে মেট্রো চালানো হবে তা রাতে। সাধারণত কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে রাত ৯টা ২৭ মিনিটে ছাড়ে শেষ মেট্রো। দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটের শেষ মেট্রো ছাড়ে রাত ৯টা ২৮ মিনিটে। কিন্তু কালীপুজোয় কবি সুভাষ-দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে রাত ১০টায় ছাড়বে শেষ মেট্রো। অর্থাৎ, প্রায় ৩০ মিনিট অতিরিট্ত চলবে মেট্রো।

ওই দিন কালীঘাট এবং দক্ষিণেশ্বরে প্রচুর মানুষের সমাগম হয়। তাই বেশি রাত পর্যন্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে অন্য যে দুটি রুট, জোকা-তারাতলা এবং সেক্টর ফাইভ-শিয়ালদহ (Sector Five) রুটে ওই দিন মেট্রো পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

Kolkata metro

এদিকে শনিবারও অতিরিক্ত মেট্রো চলবে। ইংল্যান্ড-পাকিস্তান (England vs Pakistan) ম্যাচ থাকায় ওই দিন রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ এসপ্ল্যানেড-কবি সুভাষ, এসপ্ল্যানেড-দক্ষিণেশ্বর থেকে ছাড়বে শেষ মেট্রো।

Monojit

সম্পর্কিত খবর