বাংলা হান্ট ডেস্ক: রেশন বন্টন দুর্নীতি মামলায় (Ration Scam Case) সদ্য গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। বর্তমানে জেল হেফাজতে তিনি। ওদিকে রাজ্যের আরেক মন্ত্রীর কথা ভুললে চলবে কি করে! গত বছর জুলাই মাসে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দুজনেই ছিলেন একই দলে আর এবার প্রেসিডেন্সি জেলে জ্যোতিপ্রিয় ওরফে বালু, পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) পড়শি।
প্রেসিডেন্সি জেলে (Presidency Jail) বালুর বর্তমান ঠিকানা হল পয়লা বাইশ ওয়ার্ডের সেলে। জেল সূত্রে খবর, মন্ত্রী হিসেবে পাচ্ছেন না বাড়তি কোনও সুবিধা। অন্য সকল বন্দিদের মত মাটিতেই শুতে হচ্ছে মন্ত্রীকে। তবে তার খাবার আসছে বাড়ি থেকে। বাড়ি থেকে আসা খাবারই খাচ্ছেন মন্ত্রীমশাই।
ওদিকে এই জেলেই একবছরেরও বেশি সময় ধরে বন্দি রয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সূত্র মারফত খবর এবার বালু আর পার্থ প্রতিবেশি হলেন।
প্রেসিডেন্সি জেলের পয়লা বাইশ ওয়ার্ডে পাশাপাশি সেলে পার্থ-বালু। উল্লেখ্য, রেশন দুর্নীতিতে ধৃত জ্যোতিপ্রিয় নিজেকে অসুস্থ বলে দাবি করলেও, জেলের চিকিৎসকরা জানিয়েছেন, তিনি আপাতত সুস্থ আছেন। তাই জেলে অন্য সব বন্দিদের মতই দিন কাটছে তার।
আরও পড়ুন: ২ দিনেই বদলে যাবে আবহাওয়া! সাগরে নিম্নচাপ রূপ নেবে ঘূর্ণিঝড় ‘মিধিলি’র? বাংলায় তোলপাড়
প্রসঙ্গত, গত শুক্রবারই সিজিও থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় জ্যোতিপ্ৰিয় বলেন, ” আমার শরীরটা ভীষণ খারাপ। শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বাঁ হাত আর বাঁ পা-দুটোই প্যারালাইসিসের জায়গায় চলে যাচ্ছে। চিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছি। ফের ১৩ তারিখে দেখা হবে ব্যাঙ্কশাল কোর্টে৷’
এরপর গতকাল রবিবার সকালে স্বাস্থ্যপরীক্ষার জন্য ফের কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আরও বিস্ফোরণ ঘটিয়ে বালু বলেন, ‘আমি মরে যাব। আর বাঁচব না।’ যদিও হাসপাতাল সূত্রে খবর, সুস্থই আছেন জ্যোতিপ্ৰিয়। আদালতের নির্দেশ মত চিকিৎসা চলছে তার। পাশাপাশি চিকিৎসকদের তত্ত্বাবধানে ঠিক ভাবেই তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন প্রেসিডেন্সি জেলের সুপার দেবাশিস চক্রবর্তী।