সাহারার বিনিয়োগকারীরা ফেরত পাবেন টাকা? সেবি-র কাছে থাকা ২৫ হাজার কোটি নিয়েও উঠছে প্রশ্ন

বাংলা হান্ট ডেস্ক: সাহারা (Sahara) ইন্ডিয়ার কর্ণধার সুব্রত রায়ের (Subrata Roy) মৃত্যু হয়েছে। বুধবার রাতে ৭৫ বছর বয়সে প্রয়াত হয়েছেন এই শিল্পপতি। তারপর থেকেই ওই কোম্পানির বিনিয়োগকারীরা (Investors) চিন্তিত হয়ে পড়েছেন।

প্রশ্ন উঠছে, মৃত্যুর পরেও সহশ্রী প্রকল্পে পোর্টালের মাধ্যমে অর্থ ফেরত পেতে থাকবে বিনিয়োগকারীরা? SEBI-এর কাছে পড়ে থাকা সাহারা গ্রুপের তহবিলের কী হবে? সহরাশ্রীর মৃত্যুর পরে ফেরত প্রক্রিয়ায় এর কী প্রভাব পড়বে ইত্যাদি। এক নজরে দেখে নেওয়া যাক এই সব প্রশ্নের উত্তর।

কেন্দ্রীয় সরকার সাহারা রিফান্ড পোর্টালের মাধ্যমে অর্থ ফেরত দিচ্ছে। এর মাধ্যমে সাহারার চারটি সমবায় সমিতিতে আটকে পড়া বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। সুব্রত রায়ের মৃত্যু এই প্রক্রিয়ায় কোনও প্রভাব ফেলবে না। কারণ এই ব্যাপারে সরকার নিজেই এগিয়ে এসেছে এবং পোর্টালের মাধ্যমে জনগণের টাকা ফেরত দিচ্ছে।

সরকার ২৯ মার্চ জানায়, সাহারার চারটি সমবায় সমিতির ১০ কোটি টাকা বিনিয়োগকারীদের ৯ মাসের মধ্যে তাদের অর্থ ফেরত দেওয়া হবে। এই ঘোষণাটি সুপ্রিম কোর্টের আদেশের পরে করা হয়, যেখানে সাহারা-সেবি রিফান্ড অ্যাকাউন্ট থেকে কেন্দ্রীয় সমবায় সমিতির (CRCS) রেজিস্ট্রারে ৫০০০ কোটি টাকা স্থানান্তর করার নির্দেশ দেওয়া হয়েছিল। আদালতের নির্দেশের পর কেন্দ্রীয় সরকার সাহারা রিফান্ড পোর্টাল https://mocrefund.crcs.gov.in/ চালু করেছে।এই পোর্টালের মাধ্যমে সাহারার বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। সুব্রত রায়ের মৃত্যুর পরও বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেই জানা গিয়েছে।

sahara group sci

অন্যদিকে, সাহারা গ্রুপের প্রধান সুব্রত রায়ের মৃত্যুর পরে, সেবি-র অ্যাকাউন্টে ২৫,০০০ কোটি টাকারও বেশি অবিরত করা অর্থও ফের খবরে এসেছে। রয় গ্রুপ কোম্পানিগুলির বিষয়ে বেশ কয়েকটি নিয়ন্ত্রক এবং আইনি লড়াইয়ের মুখোমুখি হয়েছিলেন। পঞ্জি স্কিমগুলিতে নিয়ম লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছিল। তবে সাহারা গ্রুপ বরাবরই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। পাশাপাশি বিনিয়োগকারীদের টাকা ১৫ শতাংশ বার্ষিক সুদের হার-সহ (Interest) জমা দিতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে।

Monojit

সম্পর্কিত খবর