বাংলাহান্ট ডেস্ক : এখন গোটা দেশ জুড়ে উৎসবের আমেজ। এই সময়টাতে বহু মানুষ ঘুরতে যান। ফলে এই সময়টাতে ট্রেনের টিকিটের চাহিদা থাকে মারাত্মক। আর এই সুযোগকে কাজে লাগিয়ে সক্রিয় হয়ে ওঠে দালালরাজ। এই আবহে জানা গেছে, আইআরসিটিসি-তে ভুয়ো আইডি দিয়ে অ্যাকাউন্ট তৈরি করার অপরাধে ২০০টিরও অধিক আইডি কালো তালিকাভুক্ত করা হয়েছে।
ভুয়ো আইডিগুলিকে দীর্ঘদিন ধরে বন্ধ রেখেছে আইআরসিটিসি। আরপিএফের এসআইবি বিভাগ ট্রেনের টিকিট নিয়ে কালোবাজারি রুখতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। আইআরসিটিসির কর্তারা বলেছেন, এর আগে ভুয়ো আইডি দিয়ে তৈরি অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।
আরোও পড়ুন : ISRO’র সামনে নতিস্বীকার NASA’র! চন্দ্রযানের সাফল্যের পর এবার আসছে আরোও বড় চমক
আরপিএফের সিআইবি দল এগুলির মধ্যে বেশকিছু আইডির তথ্য দিয়েছিল। IRCTC-র কর্মকর্তাদের দাবি, ৬ মাস আগে আইআরসিটিসির নয়াদিল্লি আইটি টিম উত্তর রেলওয়েতে ৫০০ টিরও বেশি ভুয়ো অ্যাকাউন্ট চিহ্নিত করেছিল ও সেগুলি ব্লক করেছিল। এরই মধ্যে এই অভিযানে সামিল হয় লখনউ ডিভিশনের আরপিএফের এসআইবি। বেশ কয়েকবার রিমাইন্ডার পাঠানো হয় বন্ধ অ্যাকাউন্টগুলিতে।
আরোও পড়ুন : শুধু বন্দে ভারত, রাজধানী নয়! এবার সব ট্রেনে থাকবে এই বিশেষ ব্যবস্থা, নতুন ভাবনা রেলের
কিন্তু তারপরেও এগুলো থেকে সাড়া পাওয়া যায়নি। এরপর ধারণা করা হয় যে এই অ্যাকাউন্টগুলি ব্যবহার করা হচ্ছে না। সেই ভিত্তিতে এই অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হয় যাতে ভবিষ্যতে এর অপব্যবহার না হয়। বড়গাঁও থানার সাধোগঞ্জের ট্যুর অ্যান্ড ট্রাভেলস অপারেটর জয়দীপ প্যাটেলকে গত ৮ নভেম্বর গ্রেপ্তার করে আরপিএফের এসআইবি।
গ্রেফতারের সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪২টি ই-টিকিট। অভিযোগ কম্পিউটার, ল্যাপটপের সাহায্যে তৈরি করা হচ্ছিল এই টিকিট। এসআইবির ইন্সপেক্টর অভয় রাই জানিয়েছেন, জয়দীপ প্যাটেল এজেন্ট আইডির নামে ব্যক্তিগত আইডি তৈরি করে ই-টিকিট তৈরি করতেন সফটওয়্যার এর সাহায্য নিয়ে।