সুখবর! মাঝ নভেম্বরেই ফের সস্তা গ্যাস সিলিন্ডার, পকেটে চাপ কমল আমজনতার, কত হল দাম?

বাংলাহান্ট ডেস্ক : আগামী বছর লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের আগে বারবার দাম কমছে গ্যাস সিলিন্ডারের। ডোমেস্টিক রান্নার গ্যাসের দাম এক দফা কমেছিল গত আগস্ট মাসে। এরপর উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য কেন্দ্রীয় সরকার অক্টোবর মাসে অতিরিক্ত ১০০ টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেয়।

এই আবহে একাধিক রাজ্য ও বিভিন্ন রাজনৈতিক দল রান্নার গ্যাসের দাম কমানোর ব্যাপারে বিভিন্ন ঘোষণা করেছে। এর মধ্যেই ফের একবার গ্যাস সিলিন্ডারের দাম কমল নভেম্বরের মাঝামাঝি সময়। রাষ্ট্রায়াত্ত তেল সংস্থাগুলি ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১ লা অক্টোবর থেকে ২০০ টাকারও বেশি বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

আরোও পড়ুন : এবার কড়া নিয়ম আনছে IRCTC! বেকায়দায় পড়বে ট্রেন টিকিটের দালালরা, বিশেষ সুবিধা পাবেন যাত্রীরা

এরপর বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম আরো ১০৩.৫ টাকা বৃদ্ধি পায় নভেম্বরের শুরুতেই। ভর্তুকিহীন বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের মূল্য দাম বৃদ্ধির পরে কলকাতায় একলপ্তে ২০৩.৫ টাকা বেড়ে যায়। ভর্তুকিহীন বাণিজ্যিক গ্যাসের দাম কলকাতায় ১লা নভেম্বর থেকে কিনতে হচ্ছিল ১,৯৪৩ টাকায়। অবশেষে আজ কিছুটা হলেও কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম।

আরোও পড়ুন : ISRO’র সামনে নতিস্বীকার NASA’র! চন্দ্রযানের সাফল্যের পর এবার আসছে আরোও বড় চমক

রাষ্ট্রায়াত্ত তেল সংস্থাগুলি জানিয়েছে আজ থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৫৭.৫০ টাকা কমছে। দাম কমার ফলে কলকাতায় আজ ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১৮৮৫.৫ টাকা। দাম কমানোর সিদ্ধান্তের ফলে আজ উনিশ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম নয়াদিল্লিতে ১৭৭৫.৫০ টাকা, মুম্বইয়ে ১৭২৮ টাকা এবং চেন্নাইতে ১৯৪২ টাকা।

This time the government will give free gas cylinders to the people

নতুন করে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামের পরিবর্তন হয়নি। ভর্তুকিবিহীন গ্যাস সিলিন্ডারের দাম শেষ বার দুশো টাকা কমেছিল আগস্ট মাসে। বর্তমানে ১৪.২ কেজির ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম কলকাতায় ৯২৯ টাকা। উজ্জ্বলা যোজনার অধীনে গ্যাস সিলিন্ডার কিনতে কলকাতার মানুষদের খরচা করতে হচ্ছে মাত্র ৬২৯ টাকা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর