বিশ্বকাপ কে জিতবে? ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী মমতার! জার্সির রঙ গেরুয়া নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্ক: রবিবার বিশ্বকাপ ফাইনাল (ICC World Cup Final 2023)! মুখোমুখি হতে চলেছে ভারত (India) এবং অস্ট্রেলিয়া (Australia)। বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে গোটা ভারতবাসী। রোহিত-বিরাটদের (Rohit Sharma & Virat Kohli) সেই ম্যাচের দিকে তাকিয়ে গোটা দেশ। আর এরই মধ্যে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বাংলার মুখ্যমন্ত্রী (West Bengal Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

শুক্রবার দ্য পোস্তা বাজার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja) উদ্বোধনে যান মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, ‘আমি মনে করি ভারত বিশ্ব চ্যাম্পিয়ন (World Champion) হবে।’

আরও পড়ুন: জেলে জ্যোতিপ্রিয়, ওদিকে নেতার জন্মদিনের আয়োজন করল পুরসভা! পাতে পড়ল রুই-পাবদা, দই-মিষ্টি

যদিও এরপরই বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ভারতীয় প্লেয়ারদের প্র্যাকটিসের পোশাক গেরুয়া (Saffron) বানিয়ে দিয়েছে। মেট্রো স্টেশন গেরুয়া করে দিচ্ছে। মায়াবতীকে (Mayawati) দেখেছিলাম নিজের স্ট্যাচু বানাতে, আর একজনকে দেখলাম নিজের নামে স্টেডিয়াম করে দিয়েছে। এটা কী চলছে? তুমি দেশের নামে করো, আমার আপত্তি নেই। তুমি গুজরাতের কোনও মনীষীর নামে করো, আমার আপত্তি নেই। চেয়ার যেমন আসার জন্য আছে, চেয়ার তেমনি চলে যাওয়ার জন্যও থাকে। দেশটাকে বিক্রি করে দিচ্ছে। আমি মনে করি বাংলা আবার দেশকে নেতৃত্ব দেবে।’

happy team india wc

এরই পাশাপাশি এদিন জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে স্থানীয় সমস্যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পোস্তার (Posta) সমস্যার কথা প্রথমেই আমার কানে এসেছিল। আমি আইনমন্ত্রীর থেকে জানতে চেয়েছিলাম। এটা রাজ্যের জায়গা নয়। পার্কিং করে দিলে হবে না, হঠাৎ পাঁচিল তুলে দিলে হবে না। আমি পুলিশকে বলব, আইন মন্ত্রীর সঙ্গে কথা বলতে। অবৈধ পার্কিং আইনত হবে না, কোনও দালাল কোনও মাফিয়া আপনাদের থেকে টাকা নেবে এটা হবে না।’

Monojit

সম্পর্কিত খবর