ঘোমটা কালীকে জড়িয়ে ধরে হাউ হাউ কান্না! ‘গৌরী এলো’র শেষ দিনের শ্যুটে কেঁদে ভাসালেন সকলে

বাংলা হান্ট ডেস্ক : একটা সময় টিআরপি (Target Rating Point) তালিকার একদম প্রথমের দিকেই অবস্থান করত জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় সিরিয়াল (Bengali Serial) ‘গৌরী এলো’ (Gouri Elo)। আধ্যাত্মিকতা আর প্রেমের মেলবন্ধন করেছিল এই মেগা। যে কারণে বাংলা অডিয়েন্সের একটা বড় অংশ এই মেগার বড় ভক্ত ছিল। তবে লিপ নেওয়ার পর থেকেই কমতে থাকে এই মেগার আকর্ষণ।

সাল ২০২১ এর ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল ‘গৌরী এলো’র পথচলা। প্রায় এক বছরেরও বেশি সময় ধরে সেরার তকমা ধরে রেখেছিল সিরিয়ালটি। তবে গত জুন মাস থেকেই বদলে গিয়েছিল চিত্রটা। পয়লা জুন বেঙ্গল টপারের খেতাব জেতার সাথে সাথেই বদলে দেওয়া হয় সিরিয়ালের স্লট। তারপর থেকেই কমতে থাকে টিআরপি। অক্টোবরে দ্বিতীয়বারের মত স্লট বদলানো হলে টিআরপি একেবারেই তলানিতে গিয়ে ঠেকে।

উল্লেখ্য, বহুদিন আগেই থেকেই ‘গৌরী এলো’ বন্ধ হওয়ার জল্পনা ঘুরছিল সোশ্যাল মিডিয়ায়। অবশেষে সত্যি হয়েই গেল সেটা। নভেম্বরে হয়ে গেল গৌরী এলো-র শেষ দিনের শ্যুট। চোখ ভিজে এল সিরিয়ালের কলাকুশলীদের। ঘোমটা কালীকে জড়িয়ে ধরে কেঁদে ভাসালো গৌরী ওরফে মোহনা মাইতি।

আরও পড়ুন : অন্ধকার নামবে ভর দুপুরে, ফুঁসছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’! দক্ষিণবঙ্গের তিন জেলায় বড় সতর্কতা

 

শেষদিনের শ্যুটিং-এ ঋষিতা ওরফে গৌরী-র মেয়ে তারার কান্না থামানোই দায় হয়ে পড়েছিল। তবে সৃষ্টির নিয়ম অনুযায়ী, যার শুরু থাকে তার শেষ তো হবেই। সেই নীতি মেনেই একটা সময় বিদায় দিতে হয় সবকিছু। যদিও শেষ হওয়ার আগে অনেক চেষ্টাই করেছিল সিরিয়ালের কলাকুশলীরা। ‘তোমাদের রানী’র সঙ্গে এঁটে না ওঠায় স্লট বদলানো হয়। পরে ‘ইচ্ছে পুতুল’কে জায়গা দিতে রাত দশটার স্লটে পাঠানো হয়। তাতেও হলনা শেষ রক্ষা।

আরও পড়ুন : রাম মন্দিরকে টেক্কা, দিঘার জগন্নাথ মন্দির নিয়ে বড় ঘোষণা মমতার! কবে খুলবে দরজা?

এই প্রসঙ্গে ইশান ওরফে বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলা হলে তিনি জানান, ‘একটা চরিত্র শেষের পর অন্য একটা চরিত্রে নিজেকে ঢেলে নিতে একটু সময় লাগে। সেই সময়টা আমি নিজের গ্রাম পুরুলিয়ার মানুষদের জন্য কিছু করতে চাই।’ অন্যদিকে মোহনা শেষদিনের ছবি শেয়ার করে লিখলেন, ‘আজ ১বছর ৯মাস এর সফর শেষ হল।। প্রথম দিনের কথা খুব মনে পড়ে। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, ভাবছিলাম কীভাবে করব, কীভাবে সংলাপ বলব, যদি ভুল হয় বকা দেন স্যার। কিন্তু সেদিন আমি পেরেছিলাম সবাই মনোবল দিয়েছিল বলে।’

আরও পড়ুন : কাদা রাস্তায় এলোনা অ্যাম্বুলেন্স, ‘তবুও ভাগ্য দায়ি’! মমতার মন্ত্রীর মন্তব্য ঘিরে চরম বিতর্ক

 

View this post on Instagram

 

A post shared by Mohana Maiti (@mohana_maiti)

 

নায়িকার সংযোজন, ‘সবাই কে খুবই মিস করবো, ফ্লোর এর প্রত্যেকটা মানুষ অনেক স্নেহ করেছেন অনেক ভালোবেসেছেন। আর যাকে ছাড়া আমার এই সফর সফল হত না তিনি হলেন মা ঘোমটাকালী। ওঁর আশীর্বাদ ছিল বলেই সম্ভব হয়েছে, খুব মিস করব মা তোমাকে। হয়তো তোমাকে আর রোজ দেখতে পাবো না কিন্তু তুমি আমার মনে সারাজীবন থেকে যাবে।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর