বাংলা হান্ট ডেস্ক : প্রতি মাসের পাঁচ তারিখ খুবই গুরুত্বপূর্ণ। অন্তত যাদের PPF অ্যাকাউন্ট আছে তাদের কাছে এই তারিখের গুরুত্ব ভাষায় বলে বোঝানো সম্ভব নয়। কিন্তু জানেন কি ঠিক কেন? Public Provident Fund এর সাথে মাসের 5 তারিখের কি সংযোগ রয়েছে তাই দেখে নিন। প্রতি মাসের 5 তারিখ বিনিয়োগ করলে সুবিধা বেশি থাকছে। চলুন দেখে নেওয়া যাক কেন্দ্রীয় সরকারের (Central Government) তথ্য কি জানাচ্ছে।
PPF স্কিমে, সুদের হার মাসিক ভিত্তিতে গণনা করা হয়। আর সুদের পরিমাণ আর্থিক বছরের শেষে জমা হয়। আপনার পিপিএফ অ্যাকাউন্টে আপনি কত সুদ পাবেন তা 5 তারিখ এর গণনায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে 5 তারিখের আগে বা 5 তারিখ নাগাদ বিনিয়োগ করলে সুদ বেশী পরিমাণ পাওয়া যায়।
এখানে উল্লেখ্য যে, PPF-এ 7.1% হারে সুদ পাওয়া যায়। মাসের 5 তারিখ থেকে মাসের শেষ তারিখের মধ্যে যে পরিমাণ ন্যূনতম ব্যালেন্স থাকে তা সেই মাসেই সুদ হিসেবে যোগ করা হয়। অর্থাৎ 5 তারিখের আগে বিনিয়োগ করলে সেই মাসে যুক্ত হবে আর 5 তারিখের পরে আপনি যে টাকা জমা করবেন তার জন্য পরের মাসে সুদ পাবেন।
আরও পড়ুন : প্রমোদতরীতে ঢাকা টু কলকাতা, শীঘ্রই যাত্রা শুরু! ভাড়া কত জানেন?
উদাহরণ স্বরূপ, আপনি 5 এপ্রিল অথবা তার আগে PPF স্কিমে 1.5 লক্ষ টাকা বিনিয়োগ করেছেন। এমন অবস্থায় আপনি 7.1% সুদের হারে মোট 10,650 টাকা সুদ পাবেন। আবার একই সময়ে আপনি যদি এই টাকা 6 এপ্রিল বা তার পরে জমা করেন তাহলে আপনি শুধুমাত্র 11 মাসের জন্যই সুদ পাবেন। হিসেব নিকেষ করলে দেখা যায় আপনি সুদ হিসাবে মোট 9,763 টাকা পাবেন। অর্থাৎ 5 তারিখের আগে এবং পরে বিনিয়োগের মধ্যে 887 টাকা কম বেশি নির্ভর করছে।