‘সৌরভ কিছু ফ্ল্যাট বানিয়েছেন! অভিযোগ অনেকে টাকা দিয়েও ফ্ল্যাট পাননি’, বিস্ফোরক শুভেন্দু

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (Bengal Business Summit) থেকে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) বাংলার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বেছে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মহারাজও হাসিমুখে সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। আর এই ঘোষণার পর থেকেই বিরোধীদের নিশানায় সৌরভ ও মমতা। এই আবহেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রশ্ন, “সৌরভ গঙ্গোপাধ্যায় কবে শিল্পপতি হলেন?”

suvendu adhikari

আর ঠিক কী কী বলেছেন নন্দীগ্রাম বিধায়ক?

শুভেন্দু অধিকারী বলেন, “উনি আবার শিল্পপতি কবে হলেন? শুনেছি কিছু ফ্ল্যাট বানিয়েছেন। তাতে অভিযোগও আছে। অনেকে নাকি টাকা দিয়েও এখনও ফ্ল্যাট পাননি।” শিল্পপতি সৌরভকে কটাক্ষ করলেও ক্রিকেটার সৌরভকে সন্মান জানিয়ে শুভেন্দু বলেন, “সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট সত্ত্বাকে নমস্কার করি। তিনি আমাদের গর্ব। তবে উনি কোনওদিন শিল্পপতি ছিলেন না।”

শুরু রাজনৈতিক তরজা

প্রসঙ্গত, পড়শী রাজ্য ত্রিপুরায় বিজেপি শাসিত সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডরের দায়িত্বেও রয়েছেন সৌরভ। অতীতে প্রাক্তন অধিনায়কের রাজনৈতিক অবস্থান নিয়েও একাধিকবার প্রশ্ন উঠেছে। তবে কিছুদিন আগে বিনিয়োগ টানতে স্পেন সফরে গিয়েছিলেন মমতা বন্দোপাধ্যায়। সেখানে তৃণমূল সুপ্রিমোর সফরসঙ্গী ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর এবারে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। যা নিয়ে শুরু রাজনৈতিক তরজা।

mamata sourav

আরও পড়ুন: জানেন জেলে ঠিক কী ঘটেছিল? কেন SSKM এ জ্যোতিপ্রিয়? হাতে এল বড় আপডেট

ময়দানে দিলীপও

শুভেন্দুর পাশাপাশি এই ইস্যুতে মুখ খুলেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষও। বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, ‘সৌরভ কে চিনতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এতো বছর সময় লেগে গেল? নাকি খুঁজে পাচ্ছিলেন না। ঘর কা মুরগি ডাল বরাবর? ত্রিপুরা সরকার তো ওনাকে আগে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করে দিয়েছে। যিনি বাংলার ক্রিকেটের জন্য এতো কিছু করেছেন তাকে চিনতে ওর এতো বছর লেগে গেল? আমার তো মনে হয় এখন আর শাহরুখের বাজার নেই। তাই সৌরভের হাত ধরে বৈতরণী পার হওয়ার চেষ্টা।’


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর