জীবনের সবথেকে বড় সমস্যার মুখোমুখি অভিষেক! কী হয়েছে নেতার? জানলে চোখে জল আসবে

বাংলা হান্ট ডেস্কঃ চোখের চিকিৎসার জন্য গত জুলাই মাসে বিমানে উড়ে বিদেশ পাড়ি দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Trinamool Congress Leader Abhishek Banerjee)। আমেরিকার নামী হাসপাতালে চিকিৎসা সেরে আগস্টের বাড়ি ফিরেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। ভালোই ছিল শরীর। তবে এরই মধ্যে নতুন করে সমস্যা তৈরি হয়েছে অভিষেকের চোখে (Eye Problem)।

abhishek black white

নতুন করে উদ্বেগ

জানা যাচ্ছে, অতিরিক্ত সময় কনট্যাক্ট লেন্স পরে থাকার কারণে নেতার চোখে রক্ত জমাট বেঁধে গিয়েছে। যার দরুন সমস্যা বাড়ছে। চিকিৎসকদের পরামর্শ মেনে এখন নেতার বিশ্রামের প্রয়োজন রয়েছে। এদিকে অভিষেকের অসুস্থতার কথা শুনে বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শেষ হতেই অভিষেককে দেখতে তার বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

ঠিক কী হয়েছিল নেতার চোখে

প্রসঙ্গত ২০১৬ সালে সিঙ্গুর দুর্ঘটনায় বা চোখের নীচের হাড় ভেঙে যায় অভিষেকের। এর পর দুবাই, সিঙ্গাপুর, হায়দরাবাদ ও কলকাতা মিলিয়ে মোট ৬ বার চোখে অপারেশন তৃণমূল নেতার৷ তবে এত চিকিৎসা, অস্ত্রোপচার সত্ত্বেও ক্রমেই খারাপ হচ্ছিল পরিস্থিতি। অভিষেকের বাঁ চোখের দৃষ্টিশক্তি কমে আসছিল। এরপর বাধ্য হয়ে আমেরিকায় যান নেতা। সুপ্রিম কোর্টের পারমিশন নিয়েই আমেরিকা গিয়েছিলেন অভিষেক।

আমেরিকায় নিউইয়র্ক শহরের কিছুটা দূরে বাল্টিমোর শহর। সেই শহরের বিখ্যাত জনস হপকিন্স হাসপাতালের উইলমার আই ইনস্টিটিউটে গত অক্টোবরে অপারেশন হয় অভিষেকের। টানা সাড়ে পাঁচ ঘণ্টা ধরে চলে চোখের অপারেশন। এরপর সেখানের অন্যতম আই সার্জন ডেভিড গাইটন নেতার চোখ পরীক্ষা করেন।

আরও পড়ুন: বদলে যাচ্ছে নিয়ম! পরীক্ষার কিছুদিন আগে TET নিয়ে বিরাট আপডেট দিলেন পর্ষদ সভাপতি

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বা চোখের ‘অরবাইটাল ফ্র্যাকচার’ এর চিকিৎসা করেছেন বিশিষ্ট আই সার্জেন নিকোলাস মেহনি৷ অন্যদিকে যেভাবে ক্রমেই নেতার দৃষ্টি শক্তি কমে আসছিল সেই জায়গা থেকে চোখের দৃষ্টিশক্তি স্বাভাবিক করার কঠিন কাজটি করেছেন আই সার্জন গাইটন৷

চোখের অপরেশনের পরে প্রতিনিয়ত চোখের যত্ন নেওয়া, চশমা পরা এসব জিনিস গুলি নেতাকে মেনে চলার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। নেতাও সেগুলো যথাযথভাবে পালন করেছেন। এরপর ‘অরবাইটাল ফ্র্যাকচার’-এর অপারেশনর পরবর্তী চিকিৎসার জন্য আমেরিকায় যান অভিষেক। সব কিছু ঠিকঠাক চললেও ফের সমস্যাটা বেড়েছে।

abhishek banerjee

আজ দলের বৈঠকে নেতার উপস্থিতি নিয়ে ধোঁয়াশা

ওদিকে আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের বিশেষ বৈঠক রয়েছে। উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকেরও সেখানে থাকার কথা রয়েছে। যদিও হঠাৎ চোখের সমস্যা বাড়ায় তিনি আজ বৈঠকে থাকতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর