ইডেনে খেলা হলে ভারতই জিততো! বিশ্বকাপ ফাইনালে উপস্থিত মোদীকে অপয়া ঘোষণা মমতার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপ (2023 ODI World Cup) ফাইনালের পর অতিক্রান্ত হয়ে গিয়েছে তিনটে দিন। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) ভারতীয় দলের (Indian Cricket Team) শোচনীয় হারের জ্বালা এখনো প্রত্যেক ভারতীয়র মনে রয়ে গিয়েছে। অনেকেই এমন হয়েছেন যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) দোষ দিয়েছেন সেই দিন স্টেডিয়ামে উপস্থিত হওয়ার জন্য এবং তিনি স্টেডিয়ামে গিয়েছেন বলেই রোহিত শর্মারা হারের মুখ দেখেছেন এবং হাস্যকর অভিযোগ করেছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)।

mamata banerjee health

অপয়া নরেন্দ্র মোদী!

বাকিদের থেকে কয়েক কদম এগিয়ে গিয়ে মুখ্যমন্ত্রী মন্তব্য করলেন যে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল যদি কলকাতার ইডেন গার্ডেন্স বা মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হতো, তাহলে ভারত জিতেই মাঠ ছাড়তো। ঐদিন প্রথমবার ভারতের ম্যাচ দেখতে মাঠে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাদের দুজনকে অপয়া বলেও ইঙ্গিত করেন মমতা।

মমতা ব্যানার্জির বক্তব্য:

মমতা ব্যানার্জি এদিন নিজের বক্তব্যে বলেন, “আমি তো এখনও বলতে পারি ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল যদি কলকাতায় হতো বা ওয়াংখেড়েতে হতো তাহলে ইন্ডিয়াই জিততো। আমাদের খেলোয়াড়রা এত ভালো খেলছিল কিন্তু এরা সবাইকে গেরুয়া পরিয়ে দিয়েছে। এমনকি খেলতে গিয়েও বলেছিল নীল জার্সি পড়া যাবে না। যদিও ক্রিকেটারদের আপত্তিতে সেই নিয়মটা খাটেনি। তাও দেখবেন নীলের মধ্যে একটু হলুদ লাগিয়ে দিয়েছে, গেরুয়া লাগিয়ে দিয়েছে। পাপিষ্ঠরা যেখানে যাবে, সেখানেই মনে রাখবেন পাপ কখনও বাপকেও ছা়ড়ে না।’

আরও পড়ুন: ভারত সেরা দল ছিল না! বিশ্বকাপ শেষ হতেই রোহিত, কোহলিদের নিয়ে বোমা ফাটালেন গৌতম গম্ভীর

প্রশংসা ও সমালোচনা:

অনেকেই ক্রিকেটারদের কঠিন পরিস্থিতির মধ্যে ড্রেসিংরুমে অতগুলি ক্যামেরা নিয়ে মোদীর প্রবেশের ব্যাপারটা মেনে নিতে পারেননি। তাদের মধ্যে ক্রিকেটারদের ওই সময় একটু একা থাকতে দিতে হয় এবং নিজের মনেই নিজের লড়াই লড়তে দিতে হয়। প্রধানমন্ত্রীর যদি প্রবেশ করার হতো তাহলে তিনি নিজে একা গিয়ে দেখা করে আসতে পারতেন কোন ক্যামেরা বা অনুচর ছাড়া। আবার অনেকেই এই ব্যাপারটিকে সম্পূর্ণ স্বাভাবিক এবং প্রশংসার চোখে দেখছেন। দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশের ক্রিকেটারদের পাশে দাঁড়াতে গিয়েছেন নরেন্দ্র মোদী। এতে আপত্তির কোন জায়গা থাকতে পারে না বলেই মন্তব্য করেছেন অনেকে। আর এই দ্বিতীয় তালিকাতে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের প্রাক্তন তারকা ফাস্ট বোলার শোয়েব আখতার।

আরও পড়ুন: আর ভারতীয় দলের কোচিং নয়, রোহিতদের দায়িত্ব ছেড়ে ফের IPL-এ ফিরছেন দ্রাবিড়?

মমতার সাথে একমত নন শোয়েব আক্তার:

সম্প্রতি একটি ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে নরেন্দ্র মোদির ভারতের ড্রেসিংরুমে যাওয়ার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন এই পাক ক্রিকেটার। তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী খেলোয়াড়দের প্রতি নিজের পূর্ণ সমর্থন দেখিয়েছেন, একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছেন যে গোটা ভারত তাদের ক্রিকেট দলের পাশে আছে। ব্যাপারটা অত্যন্ত সহজ ও সাধারণ। খেলোয়াড়দের জন্য এই আবেগপূর্ণ সময়ে, তিনি তাদের সাথে তার নিজের বাচ্চাদের মতোই আচরণ করেছিলেন, তাদের মনোবল বাড়িয়েছিলেন এবং তাদের বলেছিলেন যে তারা ভাল কাজ করেছে। এটা সত্যিই প্রধানমন্ত্রীর নেওয়া একটি মহান পদক্ষেপ ছিল।”

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর