ভারত সেরা দল ছিল না! বিশ্বকাপ শেষ হতেই রোহিত, কোহলিদের নিয়ে বোমা ফাটালেন গৌতম গম্ভীর

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) ফাইনাল শেষ হওয়ার পর তিনদিন কেটে গিয়েছে। ভারতীয় দলের (Indian Cricket Team) হারের ধাক্কা এখনো অনেকেই কাটিয়ে উঠতে পারেননি। গোটা টুর্নামেন্টে বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মারা (Rohit Sharma) অসাধারণ ক্রিকেট খেলেছিলেন। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) কিছুটা অসহায় আত্মসমর্পণ করতে দেখা দিয়েছিল তাদের। আর এখানে ভারতীয় দলেরই দোষ দেখছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

রোহিতের ভুল খুঁজলেন গম্ভীর:
ওডিআই বিশ্বকাপের ফাইনালে ২৪০ রান এখন কোনওভাবেই যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন গৌতম গম্ভীর। বিরাট কোহলি একদিক ধরে রেখে ব্যাটিং করছিলেন এবং তিনি দুর্ভাগ্যবশত আউট হয়েছেন এটা মেনে নিচ্ছেন তিনি। কিন্তু গম্ভীর মনে করেন যে রোহিত আউট হওয়ার পর অন্য কোনও ব্যাটারকে একটা নির্দিষ্ট সময়ের পর আক্রমণের রাস্তা বেছে নিতে হতো যেটা ভারতীয় দল করেনি। তার মতে আগ্রাসী ব্যাটিং করে ১৫০ রানের মধ্যে অলআউট হয়ে গেলেও লজ্জা থাকতো না। তাতে হয় এই ভারতীয় দল ৩০০ রানের কাছাকাছি পৌঁছে যেত বা ১৫০ রানের মধ্যে অলআউট হয়ে যেত। গম্ভীরের মতে দলের কেউ যদি মনে করে থাকে যে একটি ওডিআই বিশ্বকাপ ফাইনালে বর্তমান যুগে ২৪০ রান যথেষ্ট, তাহলে সেটা একটা বোকামো।

অস্ট্রেলিয়া ফাইনালে অসাধারণ:
একটা ব্যাপার সকলেই এক বাক্যে স্বীকার করেছেন। সেই ব্যাপারটা হল যে ফাইনালে একেবারে চ্যাম্পিয়ন দলের মতোই ক্রিকেট খেলেছেন প্যাট কামিন্সরা। বড় ম্যাচের চাপ সামলে যেভাবে পারফর্ম করা উচিত ঠিক তেমনটাই করে দেখিয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু তারা সেরা দল এমনটা মানতে নারাজ ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটের মহম্মদ কাইফ। তার মতে ফাইনালে অস্ট্রেলিয়ার পক্ষে সমস্ত কিছু গিয়েছে ঠিকই, কিন্তু কাগজে কলমে টুর্নামেন্টের সেরা দল ছিল ভারত।

indian cricket team worried

ভারত সেরা নয়:
কিন্তু এই ধারণা সঙ্গে একেবারেই একমত নন প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর। তার মতে যদি কেউ এরকম বলে থাকে তাহলে সেটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। একটা দল এখন ক্রিকেট না খেললে আর বড় মঞ্চে নিজেদের সেরাটা না দিলে কখনোই তারা চ্যাম্পিয়ন হতে পারে না। অস্ট্রেলিয়া দরকারের সময় জ্বলে উঠেছিল, বড় মঞ্চের চাপ সামলাতে পেরেছে, আর সেই জন্যই তারা বিশ্বসেরা হয়েছে বলে মন্তব্য করেছেন গম্ভীর।

আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনাল হেরে মন ভেঙেছে রোহিত শর্মার! BCCI-কে জানিয়ে দিলেন অবসর নেওয়ার সিদ্ধান্ত

অস্ট্রেলিয়ার তারকার প্রতিক্রিয়া:
তাইফের দাবির প্রতিবাদ করেছেন অস্ট্রেলিয়া তারকা ওপেনার ডেভিড ওয়ার্নারও। তিনি বলেছেন, “আমি কাইফকে পছন্দ করি, সমস্যা হল কাগজে যা আছে তা বিবেচ্য নয়। দিনের শেষে গুরুত্বপূর্ণ সময় আপনাকে পারফর্ম করতে হবে। এজন্য এই ম্যাচটিকে ফাইনাল বলে। যে দিনটি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং এটি যে কোনও উপায়ে যেতে জিততে হয়, এটাই খেলা।”

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর