বিশ্বকাপ ফাইনাল হেরে মন ভেঙেছে রোহিত শর্মার! BCCI-কে জানিয়ে দিলেন অবসর নেওয়ার সিদ্ধান্ত

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মাত্র তিন দিন কেটেছে বিশ্বকাপ (2023 ODI World Cup) ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) ভারতীয় দলের (Indian Cricket Team) শোচনীয় হারের পর। কেউ ভাবতেই পারেনি গোটা টুর্নামেন্টের দশটি ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করার পর অজিদের বিরুদ্ধে ফাইনালে এভাবে অসহায় আত্মসমর্পণ করবে ভারত। আর ভারতীয় দলের এই হারে সবচেয়ে বেশি আঘাত পেয়েছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) কাছে নিজের ভবিষ্যৎ ও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ (2024 T-20 World Cup) নিয়ে একটা বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন তিনি।

indian cricket team worried

বিসিসিআইয়ের সাথে রোহিতের কথোপকথন:
একটি জনপ্রিয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ভারতীয় ক্রিকেট বোর্ডের এপেক্স বডির সঙ্গে সম্প্রতি যোগাযোগ করেছিলেন রোহিত শর্মা। প্রথমে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে শোচনীয় হার, তারপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে অজিদের বিরুদ্ধে একপেশে ম্যাচে বড় ব্যবধানে ভারতের হার, আর এবার সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই দেশের মাটিতে আয়োজিত ওডিআই বিশ্বকাপের ফাইনালে অসহায় আত্মসমর্পণ। ভারতীয় ক্রিকেট বোর্ডের চেয়েও রোহিত শর্মা নিজেই এই বিষয়টি মেনে নিতে পারছেন না।

টি-টোয়েন্টি নিয়ে বিসিসিআইয়ের পরিকল্পনা:
ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে মূলত তরুণ ক্রিকেটারদের নিয়েই এগোতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সঙ্গে কিছু ফর্মে থাকা অভিজ্ঞ সিনিয়র ক্রিকেটারদের জায়গা দেওয়া হবে তাদের সঠিক পথে চালনা করার জন্য। কিন্তু আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বা ২০২৫ সালে পাকিস্তানের মাটিতে আয়োজিত হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে রোহিতের মনোভাবটা এর আগে স্পষ্ট করে জেনে নিতে চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন: গোটা বিশ্বকাপে হতাশ করেছেন, তাই মোদী ভক্তদের প্রিয় এই ক্রিকেটারকে দল থেকে ছুঁড়ে ফেললো BCCI

রোহিত শর্মার সিদ্ধান্ত:
জনপ্রিয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তারা একটি বিসিসিআইয়ের ঘনিষ্ঠ সূত্র মারফত জানতে পেরেছে যে নিজেই আর ওডিআই বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত হতে চাইছেন না রোহিত শর্মা। তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন যে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে যদি ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে ছাড়া দল বাছাই করতে চায় তাহলে তাতে তার কোনও আপত্তি নেই। ওডিআই ফরম্যাট নিয়ে রোহিত স্পষ্ট কোনও ইঙ্গিত না দিলেও কারোর মনে হয়নি যে তিনি আর সেই ফরম্যাট নিয়েও আগ্রহী।

rohit sharma skip

আরও পড়ুন: কোহলিকে কিপার রেখে বিশ্বকাপের সেরা একাদশ তৈরি করলেন ডিভিলিয়ার্স! পাকিস্তানকে দিলেন গোল্লা

রোহিতের পরবর্তী লক্ষ:
রোহিত শর্মা নিজের জন্য একটা লক্ষ্য ঠিক করে নিয়েছেন পরবর্তী কয়েক বছরে। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তিনি ভারতীয় দলকে আবার যোগ্যতা অর্জন করাতে চান। সেই লক্ষ্যে তিনি নিজেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চান। কারণ রোহিত শর্মা ভারতীয় ক্রিকেটের ওডিআই ও টি-টোয়েন্টি ফরম্যাটে একজন কিংবদন্তি হলেও এখনো টেস্ট ফরম্যাটে তার কেরিয়ার অত্যন্ত সাধারণ মানের বললে কোনও অত্যুক্তি হবে না। জাতীয় দলকে পুরোপুরি বিদায় জানানোর আগে সাদা জার্সিতে একটা উল্লেখযোগ্য কীর্তি রেখে যেতে চান রোহিত।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর