বাংলা হান্ট ডেস্কঃ এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বিরুদ্ধে এফআইআর (FIR) করার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রকাশ্যে রাষ্ট্রবিরোধী মন্তব্য করেছেন তৃণমূল সুপ্রিমো! এমনটাই অভিযোগ শুভেন্দুর। কী এমন বললেন মমতা যার জন্য থানায় এফআইআর এর প্রসঙ্গ উঠে এল? শুরু রাজনৈতিক চাপানউতোড়।
মেগা বৈঠক থেকে মমতার গর্জন
গতকাল বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা বৈঠক ছিল। সেখান থেকেই একাধিক ইস্যুতে মুখ খোলেন মমতা। কথার ছত্রে ছত্রে বিজেপি কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন মমতা। পাশাপাশি একের পর এক তৃণমূল নেতা-মন্ত্রীদের গ্রেপ্তারির পালটা প্রত্যাঘাতের হুঁশিয়ারিও শোনা
যায় তৃণমূল সুপ্রিমোর মুখে।
মুখে পার্থ-বালু-কেষ্টর নাম
নিজের কথায় মমতা বলেন, ‘এখন আমাদের অনেকে জেলে আছে তাই ওসব নিয়ে অনেক হাসাহাসি করছেন। খুব হাসছেন। পার্থ, মাণিক, কেষ্ট, বালু জেলে। যখন আপনারা থাকবেন না। তখন কোথায় থাকবেন? সেলে না জেলে?’
আরও পড়ুন: ভাঙবে সমস্ত রেকর্ড! এবার হাড় কাঁপানো ঠান্ডা দেখবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ, জানাল আবহাওয়া দপ্তর
চারের বদলা ৮
এজেন্সির হাতে গ্রেফতার হওয়া চার নেতাকে নিয়ে মমতা বলেন, ” আজ ওরা জেলে। তাই হাসছেন আর ভাবছেন এটাই চলবে? আগামীদিনে কোথায় থাকবেন? যখন ক্ষমতা থাকবে না কোথায় যাবেন? ” এখানেই শেষ নয়, এরপর সরাসরি হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, “আমাদের দলের চার বিধায়ক (পার্থ, মানিক, বালু, জীবনকৃষ্ণ) হয়েছেন। ওরা যদি এদের জেলে রাখে, তাহলে আমি পুরনো কেস রিওপেন করে পাল্টা ৮ জনকে জেলে ভরে দেব।”
আরও পড়ুন: বিপদ! আদালতে এসেও শুনানি কক্ষে গেলেন না পার্থ, বাধ্য হয়ে বিচারককে সব বলে দিলেন আইনজীবী
পাল্টা FIR এর হুঁশিয়ারি শুভেন্দুর
এই নিয়েই শুরু তরজা। মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে শুভেন্দুকে সাংবাদিকেরা প্রশ্ন করলে তিনি বলেন, “এই “নেতাজি ইন্ডোর স্টেডিয়াম হেয়ার স্ট্রিট থানার অধীন। তাই ওই থানাতেই আমি অভিযোগ দায়ের করব।” শুভেন্দুর আরও অভিযোগ, গুজরাটে না হয়ে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ কলকাতার ইডেন বা মুম্বইয়ে হলে ইন্ডিয়া জিততে পারত। ভারতীয় ক্রিকেট দলের জার্সির রঙ গেরুয়া করে দেওয়া হচ্ছে। এসব বলেছেন মমতা। যা রাষ্ট্রবিরোধী। শুভেন্দু অধিকারীর কথায়, এগুলো রাষ্ট্রবিরোধী কথা। ইউএপিএ আইনে অভিযোগ জানানো উচিত। আর এই নিয়েই শাসক-বিরোধী বিবাদ অব্যাহত।