বাংলা হান্ট ডেস্ক : নেতাজি ইনডোর সভা থেকে একপ্রকার রণংদেহি মেজাজে ধরা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর আগে ২০১১ সালের বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিয়েছিলেন ‘বদলা নয়, বদল চাই’। তবে ২০২৪ এর আগে আগে বদলে গেল সেই স্লোগান। স্পষ্টই ঘোষণা করলেন ‘রাজনৈতিক বদলা’র কথা।
চারের বদলে আট
এইদিন নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘আমি দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নিচ্ছি ওদের (বিরোধীদের) ৮ জনকে জেলে ভরব।’ পাশাপাশি নওশাদ সিদ্দিকিকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। তার এই মন্তব্যের পরপরই ফুঁসে উঠেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
শুভেন্দুর ইমেইল পৌঁছালো হেয়ার স্ট্রিট থানায়
তিনি সোজা এফআইআরের (FIR) হুঙ্কার দিয়েছিলেন। তবে তিনি যে কেবল হুমকিতেই থেমে থাকলেন এমনটাও নয়, এইদিন সোজা হেয়ার স্ট্রিট থানায় ইমেল করে অভিযোগ জানালেন বিধানসভার বিরোধী দলনেতা। সম্প্রতি সেই ইমেইলের প্রতিলিপি নিজের টুইটার (অধুনা) এক্স হ্যান্ডেলে শেয়ার করছেন বিজেপি নেতা (BJP Leader)। ক্যাপশনে লিখেছেন, ‘প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে হুমকি দেওয়া হচ্ছে।’
আদালতের দ্বারস্থ হবেন শুভেন্দু
পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে, পুলিশের প্রতি তার ভরসা আছে। তার কথায়, ‘আশা করি পুলিশ এর বিরুদ্ধে পদক্ষেপ করবে।’ তবে যদি পুলিশের তরফে বিষয়টিকে অগ্রাহ্য করা হয় তার জন্যেও বিকল্প পরিকল্পনা রয়েছে তার। ৭২ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়ে শুভেন্দু জানিয়েছেন, ‘যদি পুলিশ এফআইআর রেজিস্টার করতে অস্বীকার করে, তাহলে আমি ৭২ ঘণ্টা অপেক্ষা করব। তারপর আমি এই অভিযোগটি নিয়ে আদালতের দ্বারস্থ হব।’
I have emailed my complaint to the Officer in Charge of the Hare Street Police Station, requesting him to lodge an FIR against the Chief Minister for the comment she made yesterday at the Netaji Indoor Stadium.
She threatened, by taking a vow on behalf of her party to arrest… pic.twitter.com/zmu9SuScon
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 24, 2023
প্রসঙ্গত উল্লেখ্য, এইদিন নেতাজি ইনডোরের দলীয় সভায় মুখ্যমন্ত্রীর নিশানায় ছিল বিজেপি (BJP) থেকে শুরু করে ISF বিধায়ক নওশাদ সিদ্দিকিও (Nawsad Siddique)। একটার পর একটা আক্রমনাত্মক মন্তব্যে ঝাঁঝরা করে দিয়েছেন বিরোধীদের। তার চার বিধায়ককে ‘চুরির বদনামে’ জেলে ঢুকিয়ে রাখা হয়েছে বলে দাবি। এবং ‘চারের বদলা আট’ বলে বিজেপি নেতাদের জেলে ভরার হুঙ্কার দেন তিনি।