নাসিরল্লাকে বিয়ে করে ধর্ম পাল্টে হয়েছেন ফতেমা! এবার পাকিস্তান থেকে ভারতে ফিরলেন সেই অঞ্জু

বাংলা হান্ট ডেস্ক: পাকিস্তানি (Pakistan) যুবকের প্রেমে পড়েছিলেন। ভালোবাসার টানে পাকিস্তানে গিয়েছিলেন অঞ্জু। তারপর সেখানেই বিয়ে। পাকিস্তানি যুবক নাসিরুল্লাকে বিয়ে করেছেন অঞ্জু।

গত ২৪ জুলাই রাজস্থানের (Rajasthan) আলওয়ারের ভিওয়াদি থেকে পাকিস্তানে গিয়েছিলেন অঞ্জু। এরপর ২৫ জুলাই বিয়ে করেন তাঁরা। প্রায় ৬ মাস পাকিস্তানে থাকার পর এবার ভারতে ফিরলেন অঞ্জু। তাঁকে ছাড়তে ওয়াঘা বর্ডারে এসেছিলেন ওই মহিলার স্বামী নাসিরুল্লা।

গত ২৫ জুলাই নাসিরুল্লাকে বিয়ে করেন অঞ্জু। নিজের ধর্ম পরিবর্তন করে গ্রহণ করে ইসলাম (Islam) ধর্মও নেন। হন ফতেমা।

সেই সময় সংবাদে শিরোনামে ছিলেন অঞ্জু। তাঁর বিয়ের ভিডিও ভাইরাল হয়। রাজস্থানে, অঞ্জুর ভারতীয় স্বামী অরবিন্দ এবং তাঁর সন্তানরা তাঁর উপরে রীতিমতো ক্ষুব্ধ হন। অন্যদিকে পরিবারের অন্যান্য সদস্যরা বলেন, যে অঞ্জুর দ্বিতীয় বিয়ে ভুল ছিল। বলা হচ্ছে, প্রথমে নয়াদিল্লি যাবেন অঞ্জু।

অঞ্জু এর আগেও একটি প্রেম করে বিয়ে করেছিলেন এবং তাঁর সন্তানরা বর্তমানে তাঁদের বাবা অরবিন্দের সঙ্গে বসবাস করছেন। অরবিন্দ আগেই জানিয়েছিলেন যে কোনও অবস্থাতেই তিনি অঞ্জুকে শিশুদের সঙ্গে দেখা করতে দেবেন না। তাই মনে করা হচ্ছে, অঞ্জু যদি তাঁর সন্তানদের সঙ্গে দেখা করার চেষ্টা করে, তাহলে বিরোধ দেখা দিতে পারে।

 

Monojit

সম্পর্কিত খবর