বাংলা হান্ট ডেস্কঃ রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, তেলঙ্গানা (Rajasthan, Madhya Pradesh, Chhattisgarh, Telangana), চার রাজ্যের মধ্যে তিন রাজ্যেই বিজেপির (BJP) ঝড়। ধরাশায়ী কংগ্রেস। লোকসভা নির্বাচনের আগে যেখানে এই নির্বাচনকে সেমিফাইনাল বলে ঘোষণা করেছিল বিরোধী দলগুলি সেই সেমিফাইনালেই কার্যত মুখ থুবড়ে পড়ল হাত শিবির।
১৬ বছর পরও ফের মধ্যপ্রদেশের (Madhya Pradesh Election Result 2023) পছন্দ সেই বিজেপি। নিজেদের বিপুল জয়ে রীতিমতো আপ্লুত বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান (Shivraj Singh Chouhan)। রাজ্যবাসী, প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগামী দিনে বাংলা সহ সব রাজ্যেই বিজেপি ক্ষমতা কায়েম করবেন বলেও মন্তব্য করলেন তিনি।
আরও পড়ুন:এবার লক অপেও কবজি ডুবিয়ে খাওয়া-দাওয়া! বন্দিদের জন্য রোজ থাকছে মাছ, মিষ্টি, দই, আর…
এদিন জয়ের পর শিবরাজ সিংহ চৌহান বলেন, “কংগ্রেস মধ্যপ্রদেশকে পতনের গর্ভে পাঠিয়েছিল। সবটা জনগণ বুঝেতে পেরেছে। মানুষ জানে কংগ্রেস কিছুই করবে না। একমাত্র বিজেপিই উন্নতি এবং সমৃদ্ধির শিখরে দেশকে নিয়ে গিয়েছে। আমরা এখানে একাধিক জনকল্যাণমূলক কাজ করেছি আমরা। প্রধানমন্ত্রী সবার হৃদয়ে আছে। তাই এই বিপুল জয় এসেছে।”
আরও পড়ুন: ‘BJP-র জয় নয়, ওরা মমতার স্কিম নকল করেছে’, তিন রাজ্যে গেরুয়া সুনামি নিয়ে ফোঁস তৃণমূলের
তিনি আরও বলেন, “আমি বাংলার বিজেপি কর্মীদেরও শুভেচ্ছা জানাচ্ছি। আমার বিশ্বাস ভবিষ্যতে বাংলাতেও বিজেপি ক্ষমতায় আসবে। আর শুধু বাংলা নয়, আমরা সব জায়গায় জিতব।” বিরোধী মহাজোট ইন্ডিয়াকে খোঁচা মেরে শিবরাজ আরও বলেন, “ওরা নিজেদের অবস্থা দেখুক।নিজেদের মধ্যেই তো ঝগড়া, লড়াই চলছে। এই জোট কখন দেশের ভাল করতে পারে না।”