বাংলা হান্ট ডেস্কঃ চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে পিছিয়ে গেল প্রাইমারি টেট (Primary TET)। এবছরে নির্ধারিত দিনে হচ্ছে না পরীক্ষা। বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education)। যখন হাতে আর মাত্র মাত্র চারদিন বাকি তখনই পিছিয়ে গেল পরীক্ষা।
তাহলে কবে হচ্ছে টেট? এদিন বিজ্ঞপ্তি দিয়ে পর্ষদ জানিয়েছে, অনিবার্য পরিস্থিতির কারণে টেট পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে। আগামী ২৪ ডিসেম্বর নেওয়া হবে প্রাথমিক টেট পরীক্ষা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে পর্ষদ।
প্রসঙ্গত, আগামী ১০ ডিসেম্বর বেলা ১২টা থেকে টেট পরীক্ষা হওয়ার কথা ছিল। সেই মতই চলছিল প্রস্তুতি। তবে সম্প্রতি কিন্তু ১০ ডিসেম্বরে টেট নিয়ে কিছু জটিলতা দেখা দিয়েছিল। এরপরই শুরু হয়ে অনিশ্চয়তা। জল্পনা চলছিলই। এবার তাই সত্যি হল।
রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে অভিযোগ আজকের নয়। গুচ্ছ-গুচ্ছ অভিযোগ জমে রয়েছে। ওদিকে হাইকোর্টে দায়ের হয়েছে একের পর এক মামলা। আদালতের নির্দেশে চলছে সিবিআই তদন্ত। প্রাথমিকে নিয়োগ কেলেঙ্কারি গারদবন্দি রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য ছাড়া আরও বহুজনা।
ওদিকে বছর বছর পরীক্ষা হলেও নিয়োগ নেই। গত বছর অর্থাৎ ২০২২ সালে নেওয়া টেটের নিয়োগই এখনও শেষ করতে পারেনি পর্ষদ। এই অবস্থায় ফের টেট পরীক্ষা নেওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। এরই মধ্যে পিছিয়ে গেল প্রাথমিক নিয়োগ পরীক্ষা। তবে পরীক্ষার্থীদের হতাশ হওয়ার কারণ নেই। এই মাসেই নেওয়া হবে টেট পরীক্ষা।