বাংলা হান্ট ডেস্ক: বছরের শেষ মাসে সোনার দামে (Gold Price) বড় পার্থক্য পরিলক্ষিত হচ্ছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল টানা তিনদিন ধরে নিম্নমুখী সোনার দাম। যার ফলে স্বভাবতই খুশি গ্রাহকেরা। পরিসংখ্যান অনুযায়ী গত দু’দিনে সোনার দাম হ্রাস পেয়েছে ১,০৫০ টাকা। এমতাবস্থায়, বুধবারও কমেছে এই দাম।
বুধবারে সোনার দাম: এই প্রসঙ্গে এইচডিএফসি সিকিউরিটিজ অনুসারে জানা গিয়েছে, দিল্লিতে সোনার দাম ৮০ টাকা কমে প্রতি ১০ গ্রামে ৬১,৮২০ টাকা হয়েছে। উল্লেখ্য যে, গতকাল সোনার দাম ছিল ৬১,৯০০ টাকা। এদিকে, বুধবার ফিউচার বাণিজ্যে, সোনার দর ৫২ টাকা কমে প্রতি ১০ গ্রামে ৬১,১২৯ টাকা হয়েছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে, ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য সোনার মূল্য ৫২ টাকা বা ০.০৮ শতাংশ কমে প্রতি ১০ গ্রামে ৬১,১২৯ টাকা হয়েছে।
রুপোর দাম: আজ সোনার পাশাপাশি রুপোর দামও সস্তা হয়েছে। বুধবার রুপোর মূল্য কেজি প্রতি ৭০০ টাকা কমে ৭৫,০৫০ টাকা হয়েছে। এদিকে, আন্তর্জাতিক বাজারে রুপোর দাম হ্রাস পেয়ে আউন্স প্রতি ২২.৭০ ডলারে দাঁড়িয়েছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে, মার্চে ডেলিভারির জন্য রুপোর দাম ২০৭ টাকা বা ০.২৯ শতাংশ কমে প্রতি কেজিতে ৭১,৬৫৫ টাকা হয়েছে।
আরও পড়ুন: Jio-র গ্রাহকদের জন্য সুখবর! বাজার কাঁপাচ্ছে ৩০ টাকার নিচের এই প্ল্যানগুলি, মিলছে বাম্পার সুবিধা
দেশের শহরগুলিতে সোনার দাম:
দিল্লিতে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৬১,৯৫০ টাকা।
জয়পুরে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৬১,৯৫০ টাকা।
পাটনায় ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৬১,৮৫০ টাকা।
কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৬১,৮০০ টাকা।
মুম্বাইতে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৬১,৮০০ টাকা।
আরও পড়ুন: এবার বন্দে ভারতে করে ভূস্বর্গ, চলাচলের সুবিধার্থে ট্রেনে যুক্ত হচ্ছে ৩ টি বিশেষ ফিচার্স! জানাল রেল
বেঙ্গালুরুতে 24 ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৬১,৮০০ টাকা।
হায়দ্রাবাদে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৬১,৮০০ টাকা।
চণ্ডীগড়ে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৬১,৯৫০ টাকা।
লখনউতে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৬১,৯৫০ টাকা।