বাংলা হান্ট ডেস্কঃ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম (Dawood Ibrahim)। বর্তমানে তার অবস্থা বিরাট আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, পাকিস্তানের করাচির (Pakistan Karachi) একটি হাসপাতালে ভর্তি (Hospitalized) করানো হয়েছে তাকে। যদিও এই বিষয়ে এখনও নিশ্চিতভাবে কোনও খবর মেলেনি।
পাকিস্তান থেকে এই খবর মিলতেই সর্বত্র শোরগোল পড়ে গিয়েছে। পাক সংবাদমাধ্যমগুলির দাবি, করাচির হাসপাতালে কড়া নিরাপত্তায় রাখা হয়েছে দাউদকে। যেখানে তাকে রাখা হয়েছে সেখানে আর কোনও রোগীকে রাখা হয়নি। কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে পাকিস্তানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে বলে জানা যাচ্ছে।
তবে এসবের মধ্যেই সব থেকে আশ্চর্যজনক যেই খবর সামনে আসছে তা হল, কোনও স্বাভাবিক অসুস্থতা নয়, ভারতের অন্যতম ওয়ান্টেড সন্ত্রাসবাদী আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকে পাকিস্তানে বিষ প্রয়োগ করা হয়েছিল। তার জেরেই করাচির একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, গত দু’দিন ধরে হাসপাতালে রয়েছেন দাউদ।
তবে কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে, কেন দাউদকে বিষ দেওয়া হল এই সমস্ত বিষয়ে নিশ্চিত কী কিছু জানা যায়নি। যদিও পাকিস্তানের কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী, দাউদকে তার ঘনিষ্ঠ কেউ বিষ দিয়েছে বলে দাবি করা হচ্ছে। বর্তমানে তার অবস্থা গুরুতর বলে জানা যাচ্ছে।
অন্যদিকে পাকিস্তানের অন্যান্য কিছু মিডিয়ার দাবি, দাউদের অসুস্থতার খবর ভিত্তিহীন। সেই সব মিডিয়ার দাবি দাউদ ভাল আছেন এবং করাচিতে নিরাপদভাবে নিজের বাড়িতেই রয়েছেন। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, মুম্বই পুলিশও দাউদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন।
প্রসঙ্গত, দাউদ ইব্রাহিম গোটা বিশ্বের অন্যতম মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী। মুম্বইয়ের পুলিশ কনস্টেবলের ছেলে তিনি। আশির দশকে ভারত দুবাই পালিয়ে যান দাউদ। সেই সময় পাকিস্তানের সঙ্গে যোগাযোগ গড়ে ওঠে তার। ১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বইয়ে যে ধারাবাহিক বোমা বিস্ফোরণ হয়েছিল, মুম্বই বিস্ফোরণে ২৫০ জনেরও বেশি মানুষ নিহত হন এবং হাজার হাজার মানুষ আহত হন। তার মাথা এই দাউদিই।
অভিযোগ মাদক পাচার, অর্থ পাচার, তোলাবাজি থেকে শুরু করে অস্ত্র চোরাচালানের মতো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত দাউদ। আল কায়েদা, তালিবান, ওসামা বিন লাদেনের সঙ্গেও তার যোগ ছিল বলে অভিযোগ। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এবং লস্কর-ই-তৈয়বার সঙ্গের তার যোগসূত্র রয়েছে বলে যায়। এবার সেই দাউদের অবস্থাই আশঙ্কাজনক বলে জল্পনার সৃষ্টি হয়েছে।