২৪ এর ভোটে প্রার্থী কারা? কোন নিউ স্ট্র্যাটেজিতে কাজ? মেগা বৈঠকে আজ বঙ্গে শাহ- নাড্ডা

বাংলা হান্ট ডেস্কঃ মোদী না এলেও বছর শেষের আগেই বঙ্গে (West Bengal) পা রাখছেন বিজেপির (BJP) দুই মহারথী অমিত শাহ (Amit Shah)-জে পি নাড্ডা (J P Nadda)। মঙ্গলে ঠাসা কর্মসূচি তাদের। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। হাতে সময় খুবই কম। এই আবহেই বঙ্গ বিজেপির রণ-নীতি সাজাতে শাহী সফর।

বিজেপি সূত্রে খবর, আজ বিজেপির পর্যালোচনা বৈঠক। দুটি পর্যায়ে হবে সাংগঠনিক বৈঠক। বিজেপি জেলা ও জোনের দায়িত্বপ্রাপ্ত নেতা কোর কমিটির সদস্য় ও পর্যবেক্ষকদের বৈঠক করবেন শাহ-নাড্ডা। মঙ্গলের বৈঠকে রাজ্য নেতৃত্বের পাশাপাশি বিজেপির সাংসদ বিধায়করাও থাকবেন।

গেরুয়া শিবির সূত্রে জানা যাচ্ছে, মূলত ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে তারা। যত বেশি সংখ্যক আসন নিজেদের ঝুলিতে আনা যেতে পারে সেই দিকেই নজর তাদের। সূত্রের খবর, শাহী বৈঠকের মূল আলোচ্য বিষয় হল গত বার তারা যে সকল আসন গুলি পেয়েছিলেন সেই আসন গুলি বর্তমানে কি পর্যায়ে রয়েছে সেই সব নিয়েই পর্যালোচনা হবে।

উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে ১৮ টি আসন নিজেদের ঝুলিতে আনতে পেরেছিল বিজেপি। তবে এগুলোর মধ্যে অনেক কেন্দ্রেই সাংসদদের জনপ্রিয়তা কমেছে বলে খবর। তাই এবার সেসব জায়গায় নতুন প্রার্থী দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। শুধু তাই নয়, মহিলা বিধায়ক ও অন্যান্য জনপ্রতিনিধিদেরও ভোটে প্রার্থী করা হতে পারে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: ২০০ থেকে ৫০০! কেন এক ধাক্কায় ৩০০ টাকা বাড়ান হল TET-র ফি? অবশেষে মুখ খুলল পর্ষদ

সূত্রের খবর, বৈঠকের আগে লোকসভা কেন্দ্র ধরে ধরে বঙ্গ নেতৃত্বকে রিপোর্ট তৈরি রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। গতবার পিছিয়ে পড়া আসন গুলিতে এবার নতুন কৌশল নেওয়া হচ্ছে। ৪টে করে আসন পিছু একজন স্পেশাল অবজার্ভারও নিয়োগ হয়েছে।

amit shah

প্রসঙ্গত, এর আগেই বাংলায় এসে এখান থেকে ৩৫ আসনের লক্ষ্যমাত্রা দিয়ে গিয়েছেন অমিত শাহ। সেই লক্ষ্য মেপেই ময়দানে বঙ্গ বিজেপি। পাশাপাশি আসন্ন লোকসভায় প্রার্থী তালিকায় কারা কারা থাকতে পারেন সেই বিষয়েও এই বৈঠকে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর