বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে (India) প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী রেলপথে (Indian Railways) সফর করেন। শুধু তাই নয়, যুগের সাথে পাল্লা দিয়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ট্রেনের যাত্রী সংখ্যাও। আর সেই কারণেই দেশের গণপরিবহণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে রেলপথ। পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতে প্রতিদিন ২.৫ কোটি যাত্রী ট্রেনে সফর করেন।
এদিকে, ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে এবং তাঁদের সুষ্ঠুভাবে পরিষেবা প্রদানের লক্ষ্যে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয় রেলের তরফে। পাশাপাশি, জারি করা হয় বেশ কিছু নিয়মও। যেগুলি মেনে চলতে হয় যাত্রীদের। এমতাবস্থায়, ওই নিয়মগুলির মধ্যে বেশকিছু নিয়মই অধিকাংশজনের অজানা থাকে।
প্রায়শই দেখা যায় যে, যাত্রীরা সফরকালে বাচ্চাদের টিকিট কাটার ক্ষেত্রে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন। অনেকেই বুঝতে পারেন না যে, ট্রেনে সর্বোচ্চ কত বছর বয়সী শিশুরা বিনা টিকিটে ভ্রমণ করতে পারে? যার জেরে বিভিন্ন সময়ে দুর্ভোগেরও সম্মুখীন হতে হয় তাঁদের। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি। যেটি নিঃসন্দেহে আপনার কাজে আসবে।
আরও পড়ুন: দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে কড়া অ্যাকশন! বড় ঘোষণা কেন্দ্র সরকারের, হাসি ফুটবে জনতার
কি রয়েছে নিয়মে: জানিয়ে রাখি যে, ভারতীয় রেলের নিয়ম অনুসারে ১ বছর থেকে ৪ বছর পর্যন্ত শিশুদের কোনো টিকিট লাগে না। এর পাশাপাশি ১ বছর থেকে ৪ বছর পর্যন্ত শিশুদের জন্য ট্রেনে রিজার্ভেশন করানোর ক্ষেত্রেও প্রয়োজন পড়েনা। তবে, ৫ বছর বয়সী শিশুদের জন্য এই নিয়মটা আলাদা। জানা গিয়েছে যে, ৫ বছর থেকে ১২ বছর পর্যন্ত বালকদের জন্য টিকিট কাটা অবশ্যই প্রয়োজন।
আরও পড়ুন: ভারতের সামনে চলল না কাতারের জারিজুরি, আট প্রাক্তন নৌসেনার মৃত্যুদণ্ড রুখে দিল নয়া দিল্লি
শুধু তাই নয়, আপনি যদি তাদের জন্য কোনো আসন রিজার্ভ না করতে চান সেক্ষেত্রেও আপনাকে তাদের জন্য অর্ধেক টিকিট নিতে হবে। এদিকে, আপনি যদি আপনার ৫ থেকে ১২ বছর বয়সী সন্তানের জন্য সিট বা বার্থ রিজার্ভ করতে চান সেক্ষেত্রে প্রয়োজন পুরো টিকিটের। অর্থাৎ, সেইক্ষেত্রে আপনাকে টিকিট কাটতে হবে।