বাংলা হান্ট ডেস্কঃ ২৩ প্রায় শেষ। সামনেই নতুন বছর আর নতুন বছরে নিয়োগের ঝুলি খুলল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government) । মন্ত্রিসভায় অনুমোদন পেল রাজ্যের পঞ্চায়েত কর্মীদের স্বাস্থ্যবিমার আওতায় আনার বিল। পাশাপাশি বুধবার রাজ্য মন্ত্রিসভায় নতুন পদ সৃষ্টি, কর্মী নিয়োগ, কর্মী বদলি সহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত এপ্রিলমাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পঞ্চায়েত কর্মীদের স্বাস্থ্যবিমার আওতায় আনার কথা বলেছিলেন। সেই পূর্ব প্রতিশ্রুতি মতই তাদের স্বাস্থ্যবিমার আওতায় আনার বিল অনুমোদন পেল। ফলে এই সকল কর্মীরা এবার থেকে ক্যাশলেস চিকিৎসা বিমার সুবিধা পাবেন।
প্রসঙ্গত, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ মিলিয়ে মোট ৩০ হাজার কর্মী রয়েছে। অবসরপ্রাপ্ত কর্মীর সংখ্যা ২০ হাজার। এবার থেকে এদের স্বাস্থ্যবিমার আওতায় আনা হল। এর পাশাপাশি এদিন একাধিক ক্ষেত্রে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তৃতীয়বার ক্ষমতায় আসার পর রাজ্যে নিয়োগের ওপর জোর দেওয়ার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভায় একাধিক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। দার্জিলিং পেড্রিয়াট্রিক মেডিসিন বিভাগের অধীন সিক নিওন্যাটাল কেয়ার ইউনিটে ৫ টি চিকিৎসক, ২০ টি স্টাফ নার্স ও একজন মেডিক্যাল টেকনোলজিস্ট এর পদ মিলিয়ে মোট ২৬ টি পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: শীতকে জোরসে ধাক্কা! নিউ ইয়ার থেকেই তুমুল বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ? আবহাওয়ার বড় খবর
ওদিকে ভূমি দফতরেও বড়সড় নিয়োগ হবে। ওই দফতরে ৪২৭ টি ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছুদিন আগেই উত্তরবঙ্গ সফরে গিয়ে চা বাগানের শ্রমিকদের জমির পাট্টা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা। চা সুন্দরী প্রকল্পে এবার থেকে প্রাপকদের জমির পাট্টা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা ধাপে ধাপে করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।