বাংলা হান্ট ডেস্ক: Xiaomi-র ইন্ডিপেন্ডেন্ট ব্র্যান্ড হিসেবে বিবেচিত Poco-র নতুন স্মার্টফোন শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। যেটি হবে Poco X6 সিরিজ। যার অধীনে Poco X6 5G এবং Poco X6 Pro 5G লঞ্চ করা হতে পারে বলে জানা গিয়েছে। পাশাপাশি, এমনও রিপোর্ট রয়েছে যে কোম্পানি Poco M6 Pro-এর 4G ভেরিয়েন্টে কাজ করছে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কিছু নিশ্চিত করা হয়নি।
তবে, 91 মোবাইলের রিপোর্ট অনুযায়ী, Poco X6 5G কালো, নীল এবং সাদা শেডে উপলব্ধ হবে। পাশাপাশি, Poco X6 Pro 5G কালো, ধূসর এবং হলুদ রঙে পাওয়া যাবে। রিপোর্ট অনুযায়ী, দু’টি ফোনই 12 GB পর্যন্ত RAM সাপোর্ট করবে এবং সর্বোচ্চ 512 GB ইন-বিল্ট স্টোরেজ থাকবে।
জানিয়ে রাখি যে, Poco X6 ডিভাইসটি কিছু সার্টিফিকেশন সাইটেও দেখা গেছে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস)-এর ওয়েবসাইটেও এই ফোনটিকে লক্ষ্য করা গেছে। সম্প্রতি Poco ইন্ডিয়ার প্রধান হিমাংশু ট্যান্ডন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্টে একটি ছবি শেয়ার করেছেন। মনে করা হচ্ছে সেটি Poco X6 সিরিজ হতে পারে।
আরও পড়ুন: চিনের জন্য আরও একটি দুঃসংবাদ! প্রভাব পড়বে অর্থনীতিতে, নতুন বছরে সামনে এল বড় তথ্য
এদিকে , মিডিয়া রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে, Poco X6 5G এবং X6 Pro 5G ফোনগুলি চিনে লঞ্চ হওয়া Redmi Note 13 Pro 5G এবং Redmi K70e-এর রিব্র্যান্ডেড ভার্সান হবে। পাশাপাশি, Poco X6 Pro 5G-তে 67W-এর ফাস্ট চার্জিং উপলব্ধ হতে পারে।
আরও পড়ুন: নতুন বছরে বড় “উপহার” পেল এই দেশ! খোঁজ মিলল বিশাল সোনার ভাণ্ডারের
জানিয়ে রাখি যে, কোম্পানিটি গত মাসে ভারতে Poco C65 লঞ্চ করেছে। যেটি বাজেট ক্যাটাগরির একটি ফোন। ওই ফোনটিতে একটি 6.74 ইঞ্চির ডিসপ্লে রয়েছে। যার রিফ্রেশ রেট 90Hz। উল্লেখ্য যে, Poco C65-এর 4GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম হল 8,499 টাকা। যেটি কালো ও নীলের মতো রঙে উপলব্ধ রয়েছে।