দেশজুড়ে চলবে ৪০০ অমৃত ভারত এক্সপ্রেস! মালামাল হবে রেলের এই শেয়ারগুলি, করে ফেলুন বিনিয়োগ

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশের (India) রেলপথকে (Indian Railways) আরও উন্নত এবং গতিশীল করে তোলার লক্ষ্যে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষে গ্রহণ করা হচ্ছে সরকারের তরফে। শুধু তাই নয়, ইতিমধ্যেই দেশজুড়ে সফর শুরু করেছে বন্দে ভারতের (Vande Bharat Express) মতো অত্যাধুনিক সেমি হাই-স্পিড ট্রেন। যেটি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে যাত্রীদের মধ্যে। তবে এই আবহেই, এবার দেশে উদ্বোধন হয়ে গিয়েছে অমৃত ভারত এক্সপ্রেসেরও (Amrit Bharat Express)। এদিকে, এবার একটি বড় আপডেট সামনে এনেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

তিনি জানান, সরকার প্রতি বছরে ৩০০ টি থেকে ৪০০ অমৃত ভারত ট্রেন চালাবে। তাঁর মতে, অমৃত ভারত এক্সপ্রেস হল একটি আধুনিক স্লিপার ক্লাস ট্রেন। যেটিতে ভাড়া সামান্য কম হলেও সুযোগ-সুবিধা মেলে বন্দে ভারত এক্সপ্রেসের মতোই। এর পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তি সহ দ্রুত গতি এবং আরামদায়ক ভ্রমণের সুবিধাও পাবেন যাত্রীরা।

400 Amrit Bharat Express will run across the country

এদিকে, সরকারের অমৃত ভারত এক্সপ্রেসের এহেন সংখ্যাবৃদ্ধির কারণে চলতি বছর রেলের বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। উল্লেখ্য যে, বর্তমান সময়ে শেয়ার বাজারের পরিপ্রেক্ষিতে রেলের বিভিন্ন কোম্পানি ভালো পারফর্ম করছে। এমতাবস্থায়, সরকার এখন বন্দে ভারত এবং অমৃত ভারতের মতো দেশীয় পদ্ধতিতে তৈরি ট্রেন চালু করার ফলে লাভবান হবে একাধিক রেল কোম্পানিগুলি।

আরও পড়ুন: বিরাট হৃদয়ে রয়েছেন রাম! মাঠে এমন কাজ করলেন দেখে শ্রদ্ধায় মাথা নত হবে আপনার, ভাইরাল ভিডিও

রেলের এই সংস্থাগুলির শেয়ার দেবে লাভ: উল্লেখ্য যে, রেলের এই সংস্থাগুলির শেয়ার আপনাকে মালামাল করে দিতে পারে। সেগুলি হল: ১. BEML ২. রেলটেল ৩. রেল বিকাশ নিগম ৪. টিটাগড় রেল সিস্টেম ৫. IRCON ইন্টারন্যাশনাল ৬. কন্টেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়া ৭. RITES ৮. IRCTC ৯. IRFC।

আরও পড়ুন: দেওয়া হবে না টাকা, অথচ এই দেশ থেকে তেল কিনবে ভারত! অবাক করবে পুরো ঘটনা

রেলপথের দ্রুত উন্নয়ন: উল্লেখ্য যে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দেশের রেল ট্র্যাক এবং স্টেশনগুলির আমূল পরিবর্তনের কথাও জানিয়েছেন। তিনি বলেন, মোদী সরকারের ৯ বছরে রেলে অনেক উন্নয়ন হয়েছে। রেল নেটওর্য়াক বৃদ্ধি পেয়েছে ২৬ হাজার কিলোমিটার। রেল ট্র্যাক ডবল করা হয়েছে। যার জন্য সরকারকে খরচ করতে হয়েছে ৩০,৭৪৯ কোটি টাকা। শুধু তাই নয়, অমৃত ভারত স্টেশন কর্মসূচির আওতায় ৪০০ টি রেল স্টেশনেও পরিবর্তন নিয়ে আসা হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর