সেপ্টেম্বরেই ভাগ্য যাচাই! SSC শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়ে সম্ভাব্য দিনক্ষণ জানাল কমিশন

Published on:

Published on:

SSC Teacher Recruitment

বাংলা হান্ট ডেস্কঃ এপ্রিল মাস থেকে এসএসসি (SSC Teacher Recruitment) ইস্যুতে সরগরম রাজ্য। নিয়োগ দুর্নীতির জেরে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক, শিক্ষাকর্মীদের চাকরি বাতিলের পাশাপাশি এসএসসি-কে নতুন করে নিয়োগ পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালতের নির্দেশ ছিল, পরীক্ষার ব্যবস্থা করতে হবে এসএসসি-কে। সেই মতো এসএসসি নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছে।

পুজোর মাসেই ভাগ্য পরীক্ষা, প্রস্তুত থাকার নির্দেশ | SSC Teacher Recruitment

সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ডিসেম্বরের মধ্যে কমিশনকে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। সেই মত আবেদনপত্র গ্রহণের প্রক্রিয়া চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মাথায় রেখে ৩০ মে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু, সেই পরীক্ষা কবে হবে তা পরিষ্কার ছিল না। সেপ্টেম্বর মাসে সেই নিয়োগ পরীক্ষা নেওয়া হতে পারে বলে কমিশন সূত্রে খবর মিলছিল। এবার জানা গেল সেপ্টেম্বর মাসেই হবে বহু পরীক্ষা।

কমিশন সূত্রে খবর, ৭ সেপ্টেম্বর ও ১৪ সেপ্টেম্বর পরীক্ষা হতে পারে। দু’দিনের জন্যই তৈরি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এসএসসি তরফে। চাকরিহারারাদের ভাগ্য ফিরবে কী না তা স্থির হবে এই পরীক্ষার মাধ্যমেই। এদিকে ১৪ জুলাই থেকে ৭ দিন বাড়িয়ে স্কুল সার্ভিস কমিশন আবেদনের শেষ দিন ২১ জুলাই পর্যন্ত রেখেছে। ২১ তারিখ পর্যন্ত পোর্টালের মাধ্যমে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন বলে জানানো হয়।

দুর্নীতির জেরে চাকরি গিয়েছিল প্রায় ২৬০০০-এর

উল্লেখ্য, নিয়োগে দুর্নীতির জেরে গত বছর ২০১৬ সালের এসএসসি-র গোটা প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। এরপর সেই চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। তবে সেখানেও কোনো সুরাহা হয়নি। রাজ্য সরকার এসএসসির আবেদনে সাড়া দেয়নি আদালত।

SSC Form Portal Open Before calcutta high Court order

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে বকেয়া DA মামলার পরবর্তী শুনানিতে জোর চাপে পড়বে রাজ্য! ‘মাস্টারপ্ল্যান’ রেডি সরকারি কর্মীদের

গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট ২০১৬ সালের এসএসসি-র গোটা প্যানেল বাতিল করে দিয়েছে। যার জেরে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক, শিক্ষাকর্মীদের চাকরি গিয়েছে। তবে সকলের চাকরি বাতিল করলেও এসএসসি-কে নতুন করে নিয়োগ পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনেই শুরু হয়েছে গোটা প্রক্রিয়া।