বাংলা হান্ট ডেস্ক: আজ দক্ষিণবঙ্গের একাধিক যায় বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকেই কুয়াশায় অচ্ছন্ন ছিল দক্ষিণের একাধিক জেলা। আগামীকালও একই রকম থাকবে আবহাওয়া। আপাতত দুদিন আংশিক মেঘলা আকাশ থাকবে দিনভর। আবহাওয়া দপ্তর (Weather Department) সূত্রে খবর, আগামী কয়েক ঘন্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা।
শনিবার বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ,মালদা ও বীরভূমে। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়াতেও বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে দক্ষিণবঙ্গে। বৃষ্টির সম্ভাবনা উত্তরেও।
পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতে শীতের মাঝেও এই বৃষ্টির সম্ভাবনা বলে আবহাওয়া অফিস সূত্রে খবর। কলকাতাতে আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। বিগত কিছুদিনে তাপমাত্রা সামান্য বেড়েছে দক্ষিণবঙ্গে। আগামী তিন দিন তাপমাত্রা আরও কিছুটা বাড়বে বলে সূত্রের খবর।
তবে ১০ই জানুয়ারির পর থেকেই আবহাওয়ার বদল ঘটবে। দক্ষিণবঙ্গে জাঁকিয়ে ঠান্ডা পড়ার পূর্বাভাস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী সপ্তাহে মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হবে। বেশ বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। ফের একবার শুরু হবে শীতের স্পেল।
আরও পড়ুন: দুবাইয়েই পাচার ২ হাজার কোটি! বাংলায় মোট কত টাকার রেশন দুর্নীতি? সমস্ত হিসেব সামনে আনল ED
চলতি সপ্তাহে দার্জিলিঙে ৫ থেকে ৬ ডিগ্রির আশপাশে থাকবে তাপমাত্রা। দার্জিলিঙ ও কালিম্পংএ বৃষ্টির পূর্বাভাস। হতে পারে তুষারপাতও। তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে। বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। চলতি সপ্তাহে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে তাপমাত্রা পরিবর্তনের খুব একটা সম্ভাবনা নেই।