বাংলা হান্ট ডেস্ক: আবহাওয়ার নিয়ত মুড সুইং।বেশ কিছুদিন থেকে দক্ষিণবঙ্গে শীত নেই বললেই চলে। সকালে উঁকি দিচ্ছে রোদ, ওদিকে মহা নগরীর ভীড়ে এই শীতকালেও ঘামছেন মানুষজন। এরই মধ্যে অবশ্য মন ভালো করা খবর দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীঘ্রই প্রত্যাবর্তন হতে পারে কনকনে ঠান্ডার।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, নতুন করে জাঁকিয়ে শীতের স্পেল আগামী সপ্তাহেই। আগামী ৩ দিনে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। চলতি সপ্তাহেই ২-৩ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। জানুয়ারির ১০ তারিখের পর থেকে ভালো ঠান্ডা অনুভব করবেন দক্ষিণবঙ্গবাসী।
আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। গতকাল সকাল থেকেই কুয়াশায় অচ্ছন্ন ছিল দক্ষিণের একাধিক জেলা। আজও একই রকম থাকবে আবহাওয়া। বেশ কিছু জেলায় মেঘলা আকাশ থাকবে। কলকাতাতে আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।
আরও পড়ুন: আজকের রাশিফল ৮ জানুয়ারি, সপ্তাহের শুরুতেই বড় চমকের সম্মুখীন হবে এই তিন রাশি
ডিসেম্বরে দশ দিন ভালোই স্পেল ছিল। আবারও নতুন করে জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে জানুয়ারির ১০ তারিখের পর থেকে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর ধীরে ধীরে বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। আগামী মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে।
আরও পড়ুন: ‘মীনাক্ষী বলবেন তৃণমূল চোর, ভাইপো চোর, আর ওর জ্যাঠা একসঙ্গে বিরিয়ানি খাবেন’, কটাক্ষ শুভেন্দুর
উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরের জেলাগুলিতে আগামী ৫ দিন রাতের তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। ভোরের দিকে কোনও কোনও জেলায় কুয়াশার প্রভাব থাকতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং-সহ সিকিম ও পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিঙে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকবে।