বাংলা হান্ট ডেস্ক : আজকের দিনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামডাক কোনও সুপারস্টারের থেকে কম কিছু নয়। আর এবার এই জাঁদরেল বিচারপতির বিরুদ্ধেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে পৌঁছালেন তৃণমূল কংগ্রেসের ছাত্রনেতা। শীর্ষ আদালতের কাছে তৃণমূল নেতার আর্জি, অবিলম্বে সংবিধানের ১২৪(৪) ধারা প্রয়োগ করা হোক।
তৃণমূলের এই ছাত্রনেতার নাম, সুদীপ রাহা (Sudip Raha)। তিনি তার বয়ানে বলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) নানা সময়ে নানাভাবে রাজ্য সরকারের বিরোধীতা করেছেন। একটি নির্দিষ্ট দলের হয়ে কথা বলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এদিকে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘রাজ্য সরকার কতদিন এভাবে মামলা চালিয়ে যান দেখব।’
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে সাল ২০২৩-এ একটি বেসরকারি সংবাদমাধ্যমে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানেই প্রথমবারের মত তৃণমূল কংগ্রেসকে নিয়ে খোলাখুলি সমালোচনা করে বসেন। যার জেরে বেশ ভালোরকম আলোড়ন শুরু হয় রাজ্য জুড়ে। তার করা মন্তব্য নিয়ে শুরু হয় কাটাছেঁড়া। একজন বিচারপতির কি এই মন্তব্য করা উচিত তা নিয়ে শুরু হয় জল্পনা।
আরও পড়ুন : থেমে গেল বিরল উদাত্ত কণ্ঠস্বর! ভক্তদের কাঁদিয়ে মাত্র ৫৬ বছর বয়সেই প্রয়াত রাশিদ খান
যদিও তাতেও থামানো যায়নি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। নাম না করেই একাধিকবার রাজ্যের শাসকদলের বিরুদ্ধে আঙুল তুলেছেন তিনি। আর কিছুদিন আগে সন্দেশখালির ঘটনায় তো রীতিমতো বিষ্ফোরক মন্তব্য করে বসেন। নিজের এজলাসে বসে কেন্দ্রীয় বাহিনীকে গুলি চালানোর কথাও বলেন। ঠারেঠোরে বুঝিয়ে দেন, তিনি রাষ্ট্রপতি শাসন জারি করার পক্ষপাতী।
আরও পড়ুন : ‘ভেবেছি মালদ্বীপই কেন…’, মোদীর সমর্থনে লাক্ষাদ্বীপের ছবি শেয়ার করলেন সন্দীপ্তা, দিলেন বিশেষ বার্তা
এইদিন শীর্ষ আদালতে সুদীপ রাহার অভিযোগে উঠে আসে মুখ্যমন্ত্রীর লেখা কবিতাকে করার কথা। সেই সাথে আরও নানা ধরণের ইস্যুর কথা তুলে ধরেছেন তিনি। এককথায় সুদীপ রাহা দাবি করেছেন, বিচারপতি গঙ্গোপাধ্যায় এক নির্দিষ্ট দলের হয়েই গলা ফাটান। এবং এটা পুরোটাই তিনি পরিকল্পনা করেই করেন বলে দাবি তার। একজন বিচারপতি হিসেবে এটা কখনোই উচিত নয় বলে দাবি করেছেন তিনি। এখন দেখা যাক শীর্ষ আদালত কী সিদ্ধান্ত নেয়।