বাংলা হান্ট ডেস্ক: নতুন বছরেই রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য এল বড় সুখবর। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার ৭,২০০ শূন্যপদে নিয়োগ (Recruitment) করতে চলেছে পশ্চিমবঙ্গ (West Bengal) সরকার। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বৃহস্পতিবার এই প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন পড়ে গিয়েছে বলেও খবর মিলেছে।
সূত্র মারফত জানা গিয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে রাজ্য সরকারের গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির শূন্যপদ পূরণ করা হবে।এমতাবস্থায়, নিয়োগ করা হবে মোট ৭,২০০ জনকে।
পাশাপাশি, শীঘ্রই এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও রাজ্য সরকার সূত্রে খবর মিলেছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে রাজ্য পঞ্চায়েত স্তরে কয়েক হাজার শূন্যপদ আছে। সেই শূন্যপদ পূরণের জন্যই উদ্যোগ নেওয়ার জেরে এই বিষয়ে আলোচনা চলছিল।
আরও পড়ুন: বাংলায় মন্দির নির্মাণ এবং সংস্কারে খরচ হয়েছে ৭০০ কোটি! পুঙ্খানুপুঙ্খ হিসেব দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী
যার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পঞ্চায়েত স্তরে ৭,২০০-র বেশি শূন্যপদ পূরণের প্রস্তাব উপস্থাপিত করা হয়। যেটিতে অনুমোদন দিয়েছে মুখ্যমন্ত্রী রাজ্য মন্ত্রিসভা। এদিকে, রাজ্য সরকার সূত্রে খবর, এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে গ্রাম পঞ্চায়েতে মোট ৬,৬৫২ জনকে নিয়োগ করা হবে। আর পঞ্চায়েত সমিতিতে শূন্যপদের সংখ্যা হল ৫৬৪।
আরও পড়ুন: নতুন বছরেই রিঙ্কুর মুকুটে নয়া পালক! বৃহস্পতিবারই জীবনের সেরা উপহার পেয়ে করলেন স্বপ্নপূরণ
অর্থাৎ সবমিলিয়ে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বিভিন্ন পদে মোট ৭,২১৬ জনকে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এমতাবস্থায়, লোকসভা ভোটের আগেই পঞ্চায়েত স্তরে শূন্যপদ পূরণের জন্য বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। যদিও, এই বিষয়ে নির্দিষ্টভাবে কোনো দিনক্ষণ জানানো হয়নি।