বাংলাহান্ট ডেস্ক: আর মাত্র কিছুদিন বাকি রাম মন্দিরের উদ্বোধনের। ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ গিয়ে জমা হচ্ছেন অযোধ্যায়। রাম মন্দির উদ্বোধনকে ঘিরে সারাদেশেই এখন উৎসবের আবহ। অযোধ্যাতেও রাম মন্দির উদ্বোধনকে ঘিরে নেওয়া হচ্ছে চূড়ান্ত প্রস্তুতি। গোটা পৃথিবী থেকেই বিশিষ্ট ব্যক্তিরা আসছেন রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে।
অন্যদিকে অযোধ্যায় পড়েছে ব্যাপক ঠান্ডা। অযোধ্যায় আগত অতিথিদের ঠান্ডার হাত থেকে বাঁচাতে নতুন উদ্যোগ নিল সেখানকার পৌরসভা। ইনফ্রারেড আউটডোর হিটার প্রতিস্থাপন করা হয়েছে অযোধ্যার বিভিন্ন জায়গায়। প্রচন্ড ঠান্ডার মধ্যেও যাতে সেখানে আগত অতিথিরা উষ্ণতা অনুভব করতে পারেন তাই এই উদ্যোগ নিয়েছে সেখানকার পৌর প্রশাসন।
আরোও পড়ুন : আসছে লিঙ্ক, করতে হবে KYC! SMS’এ নম্বর যাচ্ছে সবার কাছে, আপনার কাছেও এল কী ?
এই ধরনের আউটডোর হিটারের ফলে ঠান্ডা থেকে অনেকটাই রক্ষা পাবেন সেখানে আগত অতিথিরা। এর ফলে আরো প্রশান্তিতে তারা রাম দর্শন করতে পারবেন। মিউনিসিপাল কর্পোরেশন অযোধ্যা দ্বারা এই হিটারগুলি প্রতিস্থাপন করা হয়েছে বিভিন্ন জায়গায়।আগামী ২২ শে জানুয়ারি উদ্বোধন হবে রাম মন্দিরের। তার সাতদিন আগে থেকে শুরু হয়ে গেছে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান।
রামলালার মূর্তি শহর পরিভ্রমণ শেষে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করবে আগামীকাল অর্থাৎ ১৭ ই জানুয়ারি। ১৮ ই জানুয়ারি প্রথমবারের জন্য রামলালাকে আনা হবে মন্দিরের গর্ভ গৃহে। এরপর বাকি দিনগুলি অন্যান্য আচার ও নিয়ম পালন করা হবে নিষ্ঠার সাথে। অবশেষে ২২ শে জানুয়ারি আসবে সেই মাহেন্দ্রক্ষণ। ২২ তারিখ প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার।