হঠাৎ ‘ওয়েদার চেঞ্জ’! বৃষ্টিতে ভিজবে দুই বঙ্গই, ঠান্ডা বাড়বে নাকি কমবে? দেখুন আজকের আবহাওয়া

বাংলাহান্ট ডেস্ক : আজ থেকেই এক্কেবারে ভোলবদল হয়ে যাবে আবহাওয়ার। মঙ্গলবারও শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের নিচে। কিন্তু আজ বেলা বাড়ার সাথে সাথেই চড়তে থাকবে তাপমাত্রার পারদ। শুধু তাই নয়, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তিলোত্তমায়। উত্তরবঙ্গে অবশ্য রাতের তাপমাত্রার কোনও হেরফের হবে না।

কলকাতা ও সংলগ্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়াতে হতে পারে বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

আরোও পড়ুন : বড় ক্ষতির সম্মুখীন আম্বানি! মাত্র ২৪ ঘন্টায় এই দুই কোম্পানি থেকে হারালেন ৩৮,৩৩৪ কোটি টাকা

পাশাপাশি দার্জিলিঙে তুষারপাত হবে। এছাড়াও ,পার্বত্য এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। সকালে ঘন কুয়াশায় চারপাশ যেমন থাকবে ঠিক তেমনই বেলার দিকে মেঘলা হয়ে যাবে আকাশ। আজ, বুধবার বেলায় আবহাওয়ার পরিবর্তন হবে। ঘন কুয়াশার সর্তকতা রয়েছে কয়েকটি জেলায়। তাপমাত্রা ক্রমশ বাড়তেই কমবে শীতের দাপট।

আরোও পড়ুন : কোহলি পারেন না, কিন্তু তিনি পারেন! বিস্ফোরক মন্তব্য প্রাক্তন BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের

কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। গতকাল, মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৬৫ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৩ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Cyclone created in the Bay of Bengal in the new year

প্রসঙ্গত উল্লেখ্য, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে উত্তর-পশ্চিম ভারতে। অর্থাৎ, বঙ্গোপসাগরে হাই প্রেসার জোন তৈরি হচ্ছে। ফলে  বঙ্গোপসাগর থেকে পূবালী গরম হাওয়ায় জলীয় ঢুকবে। এই গরম হওয়ার সঙ্গে পশ্চিমের শীতল হাওয়ার সংস্পর্শেই বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ঝাড়খন্ডে ঘূর্ণাবর্ত তৈরি হবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর