বাংলা হান্ট ডেস্কঃ গত বছর একের পর এক ছুটি পেয়েছেন রাজ্য সরকারি কর্মীরা (State Government Workers)। মিলেছে বাড়তি ছুটিও। ২৩ পেরিয়ে বর্তমানে ২৪। নতুন বছরের ফের একবার ছুটি (Government Holiday) ঘোষণা রাজ্যে। নয়া ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। তবে কি কারণবশত, কতদিন এই বিশেষ ছুটি দেওয়া হচ্ছে? জানুন বিস্তারিত।
সম্প্রতি রাজ্য সরকারের অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্য সরকারি কর্মীদের আরও একটি ছুটি বাড়ানো হয়েছে। তবে সবাই এই ছুটি পাবে না। নয়া ছুটি ‘সেকশনাল হলিডে’-র আওতায় পড়ছে। অর্থাৎ ওই দিন শুধুমাত্র নির্দিষ্ট রাজ্য সরকারি কর্মচারীরাই ছুটি পাবেন। কাজে আসতে হবে না তাদের। তবে বাকিদের অন্য দিনের মতই কাজ করতে হবে। কোন কোনও ছুটি থাকবে না তাদের।
অর্থ দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, এবার থেকে ‘প্রকাশ পুরব’ (Sectional holiday for Prakash Purab) উপলক্ষ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ‘বিভাগীয়’ ছুটি দেওয়া হবে। শিখ সম্প্রদায়ভুক্ত রাজ্য সরকারি কর্মচারীরা এই ছুটির আওতায় আসবেন। পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারী কর্মচারী, শিক্ষক, পঞ্চায়েত এবং পৌরসভার কর্মচারী, রাজ্য বোর্ড, কর্পোরেশন এবং উদ্যোগের কর্মচারী ইত্যাদি শিখ সম্প্রদায়ের ‘সেকশনাল’ ছুটি হবে।
এই ছুটির বিজ্ঞপ্তির ছবি টুইট করে ‘এক্স’ হ্যান্ডেলে (পূর্তন টুইটার) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে এবার থেকে শ্রী গুরু গোবিন্দ সিংজির ‘প্রকাশ পুরব’-এ পশ্চিমবঙ্গের শিখ সম্প্রদায়ভুক্ত সমস্ত রাজ্য সরকারী কর্মচারী, শিক্ষক, পঞ্চায়েত এবং পুরসভার কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা সেকশনাল ছুটি পাবেন।’
উল্লেখ্য, এর আগে ছট পুজোকেও ‘সেকশনাল’ হলিডে হিসেবে ঘোষণা করেছিল রাজ্য। পরে অবশ্য তা সাধারণ ছুটিতে রূপান্তরিত করে সরকার। এদিকে সরকার একের পর এক ছুটি দিলেও খুশি নন রাজ্য সরকারি কর্মীদের অধিকাংশ। কারণ তারা কাঙ্খিত ডিএ পাচ্ছেন না।
আরও পড়ুন: এবার রেশন বন্ধ হবে রাজ্যের সাধারণ মানুষের? হঠাৎই টাকা আটকে দিল কেন্দ্র, চাপে মমতা সরকার
প্রসঙ্গত সম্প্রতি রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মচারীদের জন্য আরও ৪ শতাংশ ডিএ (DA) ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য জানিয়েছে, ১ জানুয়ারি থেকেই বর্ধিতহারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীরা। আগে ৬ শতাংশ হারে ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মীরা। সম্প্রীতি ৪ শতাংশ বেড়ে তার পরিমাণ হয়েছে ১০ শতাংশ। যার সুবিধা পাবেন রাজ্যের ১৪ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগী।
ওদিকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি হননি সরকারি কর্মীদের অধিকাংশ। বহুদিন ধরেই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন তারা। বর্তমানে ৪৬ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রের কর্মচারীরা। নতুন বছরের শুরুর দিকে ফের তা বৃদ্ধি পেলে কেন্দ্রীয় কর্মচারীদের ভাতার পরিমাণ ৫০% ছাড়িয়ে যেতে পারে।
এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের ৪% ঘোষণার পরেও রীতিমতো অসন্তোষের সুর রাজ্য সরকারি কর্মীদের কণ্ঠে। লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। আগামী ১৯ জানুয়ারি মহামিছিলের ডাক দিয়েছেন তারা। ধর্মঘটেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আগামীকাল শুক্রবারই মুখ্যমন্ত্রীকে তাদের সঙ্গে দেখা করতে হবে বলে দাবি তুলেও তারা সরব হয়েছেন।