রাম মন্দির উদ্বোধনের দিন বাংলায় মদের দোকান বন্ধ রাখার আর্জি হাইকোর্টে! শুনে প্রধান বিচারপতি বললেন…

বাংলা হান্ট ডেস্কঃ সর্বত্র সাজো সাজো রব। আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন (Ayodhya Ram Mandir Inauguration)। যা নিয়ে দেশবাসীর উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। আলোয় সেজে উঠেছে রামভূমি, প্রস্তুতিতে গোটা দেশ। এই উৎসবের মেজাজের মধ্যেই রাম মন্দির উদ্বোধনের দিন রাজ্যে ‘ড্রাই ডে’ (Dry Day) ঘোষণার দাবিতে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তবে এদিন সেই মামাল খারিজ হয়ে গেল।

আগামী ২২ জানুয়ারি রাজ্য জুড়ে খোলা থাকবে মদের দোকান। বৃহস্পতিবার ‘ড্রাই ডে’র আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের রায়, রাম মন্দির উদ্বোধনের দিন বাংলায় খোলা থাকবে মদের দোকান।

মামলাকারীদের দাবি ছিল, রাম মন্দির উদ্বোধনের দিনটি রাজ্যে ‘ড্রাই ডে’ হিসেবে ঘোষণা করা হোক। ইতিমধ্যেই চারটি রাজ্য ওই দিনটিকে ‘ড্রাই ডে’ হিসেবে ঘোষণা করেছে। তাই এ রাজ্যেও ওই দিনটিকে ‘ড্রাই ডে’ হিসেবে ঘোষণা করা হোক। তবে এদিন হাইকোর্টে তাদের দাবি খারিজ হয়ে গেল।

আদালতে মামলাকারীদের বক্তব্য ছিল, ইতিমধ্যেই চার-চারটি রাজ্য ওই দিনটিকে ‘ড্রাই ডে’ হিসেবে ঘোষণা করেছে। বাংলাতেও তাই করা হোক। ওদিকে এই আর্জির বিরোধীতা করেন রাজ্যের তরফের আইনজীবী। মামলাটির খারিজ করার আবেদন জানানো হয়।

শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের মন্তব্য, ‘ড্রাই ডে’ ঘোষণার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম আছে। স্টেট বেভারেজ কর্পোরেশন রয়েছে। এই সংক্রান্ত একাধিক বিধি রয়েছে তাদের। আদালতের পর্যবেক্ষণ, এই বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে পারে না। এরপরই মামলাটি হাইকোর্টে খারিজ হয়ে যায়।

আরও পড়ুন: এক রোলে একাধিক রেজিস্ট্রেশন! OMR ডেটাবেস, TET পোর্টালের অ্যালগরিদমে কিভাবে কারচুপি? জানাল CBI

high court

উল্লেখ্য, ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন বন্ধ থাকবে মদের দোকান। গোটা উত্তর প্রদেশে মদের দোকান বন্ধ থাকবে। উক্ত দিনে মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ছত্তিশগড় ও অসম সরকার।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর