বাংলা হান্ট ডেস্ক: অবশেষে হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার অবসান। আগামী ২২ জানুয়ারি অর্থাৎ সোমবার অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে (Ayodhya Ram Mandir) মহাসমারোহে সম্পন্ন হতে চলেছে রামলালার প্রাণপ্রতিষ্ঠার উৎসব। যেটিকে ঘিরে ইতিমধ্যেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এমতাবস্থায়, এবার কেন্দ্রীয় সরকারের তরফে একটি বড় ঘোষণা করা হয়েছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আগামী সোমবার সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিসে অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে মোদী সরকার।
মূলত, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যাতে এই প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার ভালোভাবে দেখতে পারেন সেই দিকটিকে মাথায় রেখেই সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস দুপুর আড়াইটে পর্যন্ত বন্ধ থাকবে। পাশাপাশি এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করেছে কেন্দ্র। ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে যে, আগামী ২২ জানুয়ারি সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিসের পাশাপাশি কেন্দ্রীয় প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় সরকারি শিল্প প্রতিষ্ঠানগুলি দুপুর আড়াইটে পর্যন্ত বন্ধ থাকবে।
পাশাপাশি, একাধিক বিজেপি শাসিত রাজ্য ওই বিশেষ দিনটিতে ছুটি ঘোষণা করেছে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন যে, ২২ জানুয়ারি ওই রাজ্যে স্কুল, কলেজ এবং মদের দোকান বন্ধ থাকবে। পাশাপাশি, মধ্যপ্রদেশেও স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়াও, গোয়া সরকার ২২ জানুয়ারি অর্থাৎ রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারি, ও স্কুল এবং কলেজগুলির জন্য ছুটি ঘোষণা করেছে।
আরও পড়ুন: অপেক্ষার অবসান! এই রুটে চলবে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন, যাত্রীদের জন্য বড় উপহার ভারতীয় রেলের
পাশাপাশি, উত্তরাখণ্ড, অসম, ছত্তিশগড় এবং হরিয়াণায় ওই দিন বন্ধ থাকবে মদের দোকান। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সোমবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সমগ্র অনুষ্ঠানটি টেলিভিশনের পর্দায় দেখা যাবে। ডিডি নিউজ এবং ডিডি ন্যাশনালে এটির সরাসরি সম্প্রচারের পাশাপাশি দূরদর্শন আরও কিছু চ্যানেলের সঙ্গে লাইভ ফিড ভাগ করবে বলেও জানা গিয়েছে। এছাড়াও, মোবাইলেও এই সম্প্রচার দেখা যেতে পারে। সেক্ষেত্রে ইউটিউবে দূরদর্শনের চ্যানেলে এই অনুষ্ঠান দেখা যাবে।
আরও পড়ুন: পিছিয়ে পড়লেন ধোনিও! এক ম্যাচেই এই তিন রেকর্ড ভেঙে নয়া নজির গড়লেন রিঙ্কু সিং
২১ তারিখে লখনউ পৌঁছবেন প্রধানমন্ত্রী: জানা গিয়েছে, রাম মন্দির উদ্বোধনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২১ জানুয়ারি রাতেই লখনউ পৌঁছতে পারেন। ২২ জানুয়ারি প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানের আগে তিনি সরযূ নদীতে স্নান করবেন। পাশাপাশি, সরযূ নদী থেকে কলসিতে জল ভরে নাগেশ্বরনাথ মন্দিরে পুজো করা হবে। এরপর মাতা সীতার কুলদেবী ছোট দেবকালী মন্দিরেও যেতে পারেন প্রধানমন্ত্রী মোদী। পরে, হনুমানগড়িতে বজরংবলীর দর্শন করে তিনি রামজন্মভূমির ক্ষেত্রে প্রবেশ করবেন বলে জানা গিয়েছে।