ঢুকছেই না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! বিপাকে পড়েছেন রাজ্যবাসী, নতুনদের জন্য প্রকাশ্যে এল বড় আপডেট

বাংলাহান্ট ডেস্ক: রাজ্যে ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেস সরকার একাধিক জনমুখী প্রকল্প চালু করেছে। এই প্রকল্পগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষীর ভান্ডার। লক্ষীর ভান্ডার প্রকল্পে প্রতি মাসে মহিলারা ৫০০ ও ১০০০ টাকা করে ভাতা পেয়ে থাকেন সরকারের পক্ষ থেকে। ২০২১ সালে রাজ্যের তৃতীয়বার তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পেছনে অন্যতম একটি কারণ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই প্রকল্প।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের প্রত্যেকটি মা-বোন লক্ষীর ভান্ডারের টাকা পাবেন। তবে গত সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে যারা লক্ষীর ভান্ডারে নাম লিখিয়েছিলেন তাদের টাকা পাওয়া নিয়ে দেখা দিয়েছে জটিলতা। অনেক মাস কেটে যাওয়ার পরও এখনো লক্ষীর ভান্ডারে টাকা ঢোকেনি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে।

আরোও পড়ুন : “ভারতকে সম্মান না করলে ক্ষতি হবে আমাদেরই” মইজ্জুকে ধুয়ে দিলেন মলদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি

সম্প্রতি দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়েছিল ডিসেম্বর মাসেও। ডিসেম্বর মাসরে দুয়ারে সরকার শিবিরেও বহু মানুষ লক্ষীর ভান্ডারের জন্য আবেদন করেন। যদিও এখনো পর্যন্ত লক্ষীর ভান্ডারের টাকা সুবিধা ভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে না ঢোকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ কোষাগারের করুণ অবস্থা রাজ্যের।

আরোও পড়ুন : মলদ্বীপ ট্যুর ক্যান্সেল করলেই এক্কেবারে ফ্রি এই খাবারটি! বড় ঘোষণা ভারতের রেস্তরাঁর

তাই সরকার লক্ষ্মীর ভান্ডারের টাকা দিতে পারছে না। যদিও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে লক্ষীর ভান্ডারে টাকা খুব দ্রুত সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। লক্ষীর ভান্ডারের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে কি না তার জন্য আর ব্যাংকে যাওয়ার প্রয়োজন হবে না। ঘরে বসেই অনলাইনে আপনারা চেক করে নিতে পারবেন সেই বিষয়ে।

LAXMIR BHANDAR 1

socialsecurity.wb.gov.in -এই ওয়েবসাইটে প্রথমে যেতে হবে সুবিধাভোগীকে। Track Applicant Status অপশনে ক্লিক করতে হবে তারপর। Application Id সেখানে বসাতে হবে যেটি আপনারা আপনাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে পেয়েছিলেন। এছাড়াও আপনারা স্ট্যাটাস চেক করতে পারেন রেজিস্টার্ড মোবাইল নম্বর অথবা আধার কার্ড নম্বর বা স্বাস্থ্য সাথী কার্ডের নম্বর দিয়েও।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর