বাংলা হান্ট ডেস্ক: শীত নিয়ে হাজারো অভিযোগ ছিল দক্ষিণবঙ্গবাসীর (South Bengal)। তবে আপাতত তা একেবারেই মিটে গিয়েছে। উত্তর থেকে দক্ষিণ জাঁকিয়ে শীত (Winter) পড়েছে রাজ্যে। তার ওপর আবার বৃষ্টির (Rain) দাপট। একেই হাড় কাঁপছে ঠান্ডায়, ওদিকে গত দুদিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে নাছোড়বান্দা বৃষ্টি। ঘন কুয়াশার দাপটও অব্যাহত।
গত ২৪ ঘন্টায় শান্তি নিকেতনে ৩০ মিলিমিটার রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। বর্ধমান ও বহরমপুরেও ৫-৬ মিলিমিটার মত বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া সহ একাধিক জেলায়।
আবহাওয়া দপ্তর (Weather Office) সূত্রে খবর, এবার ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে।
আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টি কমলেও কাঁপুনি বজায় থাকবে। ওদিকে জারি থাকবে কুয়াশার দাপট। দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। অধিক কুয়াশা থাকতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে।
আগামীকাল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের আপডেট অনুযায়ী, ফের ২৪ জানুয়ারির পর থেকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ওদিকে জারি থাকবে কুয়াশার দাপট। তবে আপাতত কিছুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের রেশ কমই থাকবে। আগামীকাল থেকে আবহাওয়ার (Weather) কিছুটা উন্নতি হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: চরম অস্বস্তি! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে উল্টে ধাক্কা খেলেন অভিষেক
গোটা উত্তরবঙ্গে আরও জাঁকিয়ে ঠান্ডা পড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ওদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ-এ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজও। আগামী ৩-৪ দিন উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙেও এই দুই জেলায় হালকা বৃষ্টির সাথে তুষারপাতও হতে পারে। ঘন কুয়াশার জেরে কমলা সতর্কবার্তা উত্তরবঙ্গের সব জেলাতে।