বাংলা হান্ট ডেস্ক : হাতে মাত্র আর কয়েক ঘন্টা। তারপরেই নিজ স্থানে ফিরতে চলেছেন রামলালা। ভক্তরাও উৎসুক হয়ে উঠেছে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে। কবে রাম মন্দির (Ram Mandir) দর্শন হবে তার তর সইছেনা ভক্তদের। বাংলা থেকেও প্রচুর মানুষ পাড়ি দিয়েছেন অযোধ্যার (Ayodhya) উদ্দেশ্যে। কিছু মানুষ আবার যাওয়ার পরিকল্পনা করছেন। তাদের জন্য সুখবর নিয়ে এলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি জানিয়েছেন, মাত্র ১৬০০ টাকার বিনিময়েই রাম মন্দির দর্শন করা যাবে। আর এই ব্যবস্থা করবে খোদ রেল। আগামী ২৯ জানুয়ারি হাওড়া স্টেশন থেকে চালু হবে ‘আস্থা স্পেশ্যাল’ ট্রেন পরিষেবা। তিনি জানিয়েছেন, আপাতত ৫ দিন পাওয়া যাবে এই বিশেষ পরিষেবা। মোট ৫টি ট্রেন চালানো হবে। আগ্রহী ব্যক্তিদের টিকিট কাটার পরামর্শ দিয়েছেন তিনি।
শনিবার দিলীপ ঘোষ বলেন, ‘সারা দেশের লোক অযোধ্যায় দর্শন করতে যেতে চান। এত লোক একসঙ্গে গেলে ছোট্ট শহর অযোধ্যায় অব্যবস্থা তৈরি হবে। তাই ওখানকার আয়োজকরা বিভিন্ন রাজ্যকে আলাদা আলাদা সময় দিয়েছেন। ২২ তারিখের পর সাধারণ মানুষ যাতে দর্শন করতে পারেন। কেন্দ্রীয় সরকারও সহযোগিতা করছে। বিভিন্ন রাজ্য থেকে অযোধ্যার উদ্দেশে শত শত আস্থা স্পেশ্যাল ট্রেন চলবে। তার মধ্যে ২৯ জানুয়ারি হাওড়া স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে।’
আরও দেখুন : সানিয়ার সাথে বিচ্ছেদ হতে না হতেই ঘরে আনলেন তৃতীয় বউ! নিজের বিয়ের খবর দিলেন খোদ শোয়েব
বিজেপি নেতার সংযোজন, ‘৫টা ট্রেন আপাতত যাবে ৫ দিন। যারা যেতে চান তারা ১৬০০ টাকার টিকিট কাটবেন। আগে জমা দেবেন। তার পর রেল পাস দেবে। ট্রেনে ওঠার পরে বাড়ি ফেরা পর্যন্ত সব দায়িত্ব নেবেন ওনারা। ওখানে বাংলাভাষী ভলান্টিয়ার থাকবে। খাওয়া, থাকা, যাতায়াত সব ব্যবস্থা হবে। সারা ভারতবর্ষকে চারটে জ়োনে ভাগ করে আলাদা আলাদা রংয়ের পরিচয়পত্র দেওয়া হবে।’
আরও পড়ুন : অযোধ্যায় সন্ত্রাসী হামলার ছক! রাম মন্দির উদ্বোধনের আগে থেকে ধৃত ৩, রয়েছে খলিস্তানি যোগ
প্রসঙ্গত উল্লেখ্য, একদিকে যেখানে গোটা অযোধ্যা জুড়ে সাজো সাজো রব সেখানে নাশকতার পরিকল্পনাকেও উড়িয়ে দিতে পারছেনা তারা। ইতিমধ্যেই ৩ সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে খবর, এই ৩ ব্যক্তির সাথে খলিস্তানি যোগ রয়েছে। সেই সাথে আরও আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।