SBI’র পাঁচ লাখের লোন! দেখুন, মাস গেলে কত টাকা EMI গুণতে হবে

বাংলাহান্ট ডেস্ক : হঠাৎ করে টাকার প্রয়োজন হলে আমাদের লোন নিতে হয়। তবে লোন নিলে আপনাকে ব্যাংককে দিতে হবে সুদ। তাই লোন নেওয়ার আগে আপনাকে অবশ্যই জেনে নিতে হবে কোন ব্যাংকে কম সুদ দিতে হবে আপনাকে। করোনা মহামারীর পর অনেকের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে পড়েছে। অনেকেই দেনার দায় ডুবে রয়েছেন।

এই অবস্থায় সর্বদা যেখানে কম সুদ দিতে হবে সেখান থেকেই লোন নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। বহু মানুষ রয়েছেন যারা লোন নেওয়ার জন্য বেছে নেন ব্যাংককে। সেক্ষেত্রে অবশ্যই আপনার আগে থেকে জেনে রাখা উচিত পার্সোনাল লোনে কোন ব্যাংকের সুদের হার কম। ভারতের সর্ববৃহৎ পাবলিক সেক্টর ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে আপনারা পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারেন।

আরোও পড়ুন : ইসরোর স্যাটেলাইটে ধরা পড়লো রাম মন্দিরের ছবি! অযোধ্যার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হবেন আপনিও

ব্যক্তিগত ঋণে বার্ষিক ১১.১৫% সুদের হার শুরু হয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। স্টেট ব্যাংক ২০ লক্ষ টাকা পর্যন্ত ৬ বছরের মেয়াদে পার্সোনাল লোন প্রদান করে থাকে। এছাড়াও প্রি অ্যাপ্রুভড পার্সোনাল লোন ও পেনশন লোনও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফার করে থাকে। এই অবস্থায় আপনারা যদি স্টেট ব্যাংক থেকে ৫ লক্ষ টাকার ব্যক্তিগত ঋণ নেন তাহলে কত টাকার সুদ আপনাকে দিতে হবে ও ইএমআই কত করে কাটবে সেই বিষয়ে আজ জেনে নিন।

state bank of india

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় পার্সোনাল লোনের সুদের হার শুরু হয় বার্ষিক ১১.১৫%  থেকে। পাঁচ বছরের মেয়াদে পাঁচ লক্ষ টাকার ব্যক্তিগত ঋণ নিলে আপনাকে প্রতি মাসে ইএমআই বাবদ দিতে হবে ১০,৯০৯ টাকা। পাঁচ বছরে আপনাকে মোট সুদ হিসাবে দিতে হবে ১.৫৪ লক্ষ টাকা। প্রিন্সিপাল অ্যামাউন্ট ও সুদ মিলিয়ে পাঁচ বছরে আপনাকে মোট দিতে হবে ৬.৫৪ লক্ষ টাকা। তবে ন্যূনতম সুদের হারে লোন পেতে গেলে অবশ্যই গ্রাহকের সিবিল স্কোর ভালো থাকতে হবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর